আপডেট :

        অপরাধ সাম্রাজ্যের নেতৃত্ব দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

        চাঁদপুরে সেই পূবালী ব্যাংকের কর্মকর্তাদের উপর পদক্ষেপ

        বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিলেও গাজীপুর সদর উপজেলা পরিষদ

        তাপপ্রবাহের তীব্রতা আরো বাড়ার শঙ্কায় সারা দেশে হিট অ্যালার্ট

        কোয়াডকপ্টার উড়িয়ে শত্রুরা ব্যর্থ চেষ্টা চালিয়েছে যা তাদের নিজেদের জন্যই অপমানজনক

        কোয়াডকপ্টার উড়িয়ে শত্রুরা ব্যর্থ চেষ্টা চালিয়েছে যা তাদের নিজেদের জন্যই অপমানজনক

        বিয়ে করতে গেলেন হেলিকপ্টার নিয়ে গেলেণ বর

        ইরানের ইস্পাহান শহরের জারদানজান এলাকায় একটি পারমাণবিক স্থাপনায় নিরাপত্তায় নিয়োজিত সামরিক বাহিনীর সদস্যরা

        যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নাগরিক সমাজের নেতৃবৃন্দের মানববন্ধন ও সমাবেশে

        সারাদেশে অভিযান চালিয়ে ১৫টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে

        সারাদেশে অভিযান চালিয়ে ১৫টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে

        নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে হবে বললেন রাষ্ট্রপতি

        নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে হবে বললেন রাষ্ট্রপতি

        শাহজালালের থার্ড টার্মিনালে ঢুকে গেল রাইদা বাস, প্রকৌশলীর মৃত্যু

        ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহন

        রাসেল মাহমুদের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েও পায়নি মোহামেডান

        তূর্ণা ও কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়লো ২ জন

        প্রতারিত বাংলাদেশি অভিবাসীদের নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞদের আশঙ্কা

        সিলেটের শাহপরাণে পুলিশের জালে দুই কারবারি

        সিলেট নগরীতে ২১ এপ্রিল থেকে কোভিডের ৩য় ও ৪র্থ ডোজ প্রদান করা হবে

ইতালিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত, আহত দুই

ইতালিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত, আহত দুই

ইতালির বাণিজ্যিক নগরী মিলানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি যুবক নিহত ও দুজন আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে ৩টার দিকে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) মিলান সেন্ট্রাল স্টেশন সংলগ্ন পিয়াচ্ছা কাইয়াচ্ছো এলাকার সেত্তেমবিরিনি নামক একটি রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মরক্কোর দুই নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের লাশ মিলানের নিগোয়ারদা হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশিদের ভেতর আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়ভাবে এই ছিনতাইকারীদের ‘মরক্কিনো’ বলা হয়। মিলানের স্থানীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানা যায়। তবে বিভিন্ন জটিলতায় তার লাশ দেশে আনা কঠিন হবে বলে মনে করেন প্রবাসীরা।

নিহত যুবকের নাম শামসুল হক স্বপন (৩১)। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ব্রাহ্মণখালী গ্রামের আব্দুল সালামের বড় ছেলে। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার স্বপনের একাধিক প্রতিবেশী তার পরিবারকে মৃত্যুর খবর নিশ্চিত করেন।

২০১৫ সালের ৭ এপ্রিল থেকে ক্যাফে দান্তে মিলানো নামক এক রেস্টুরেন্টে কাজ করছিলেন শামসুল হক স্বপন। সর্বশেষ তিনি পিয়াচ্ছা দোমোর করদোসিওর এক রেস্টুরেন্টে কাজ করতেন।

জানা যায়, প্রতিদিনের মতো নাইট ডিউটি করে আনুমানিক আড়াইটার দিকে বাসায় ফিরছিল স্বপনসহ তিনজন। মিলান সেন্ট্রাল স্টেশন সংলগ্ন পিয়াচ্ছা কাইয়াচ্ছোতে বাসার কাছাকাছি আসার পর চার সশস্ত্র ছিনতাইকারীর মুখোমুখি হন তারা।

ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের কাছে থাকা টাকা চেয়ে বলে, আমরা জানি তোরা টাকা (পাঠানোর উদ্দেশ্যে) ড্রাফট করতে যাচ্ছিস।’  তিনজনের মধ্যে সবচেয়ে পুরনো ইতালি প্রবাসী স্বপন এর প্রতিবাদ করতে গেলে ছিনতাইকারীরা তাদের ওপর আক্রমণ চালায়।

আহতদের বরাত দিয়ে হাসপাতালে উপস্থিত নবাবগঞ্জ উপজেলার তিন প্রবাসী জানান, ছিনতাইকারীরা প্রথমে স্বপনের পাশ থেকে, পরে সামনে থেকে একাধিকবার ছুরিকাঘাত করে। স্বপন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। এ সময় সঙ্গে থাকা অপর দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

ইতালি প্রবাসী রাজীব হোসেনসহ একাধিক বাংলাদেশি জানান, ইতালিতে রক্তের সম্পর্কের কেউ ছাড়া লাশ হস্তান্তর করতে চায় না। নিয়ম অনুযায়ী, মিলানের বাঙালি কমিউনিটির লোকজন আগামী রোববার বৈঠকে বসবেন। লাশ দেশে পাঠাতে প্রায় ৭-৮ লাখ টাকা খরচ হবে। স্বপনের রেস্টুরেন্টের মালিককে ঘটনা জানানো হলে তিনি হাসপাতালে যাবেন বলে আশ্বাস দিয়েছেন।

স্বপনের চাচা হারুন অর রশিদ জানান, মাত্র এক বছরের বেশি সময় হলো স্বপন বিয়ে করেছেন।

স্বপনের বন্ধু রুবেল হোসেন জানান, চার-পাঁচ বছর স্বপরিবারে ইতালি প্রবাসী তার মামা শ্বশুর ফজলুর রহমান একইভাবে ছিনতাইকারীদের কবলে পড়েন। পরে তার ক্ষত-বিক্ষত শরীর বাড়ি থেকে ২০০ মিটার দূরে পাওয়া যায়। ইতালিতে প্রবাসী হত্যার ঘটনায় নবাবগঞ্জ উপজেলার ইতালি প্রবাসী পরিবারগুলো উদ্বিগ্ন রয়েছেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর