আপডেট :

        অপরাধ সাম্রাজ্যের নেতৃত্ব দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

        চাঁদপুরে সেই পূবালী ব্যাংকের কর্মকর্তাদের উপর পদক্ষেপ

        বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিলেও গাজীপুর সদর উপজেলা পরিষদ

        তাপপ্রবাহের তীব্রতা আরো বাড়ার শঙ্কায় সারা দেশে হিট অ্যালার্ট

        কোয়াডকপ্টার উড়িয়ে শত্রুরা ব্যর্থ চেষ্টা চালিয়েছে যা তাদের নিজেদের জন্যই অপমানজনক

        কোয়াডকপ্টার উড়িয়ে শত্রুরা ব্যর্থ চেষ্টা চালিয়েছে যা তাদের নিজেদের জন্যই অপমানজনক

        বিয়ে করতে গেলেন হেলিকপ্টার নিয়ে গেলেণ বর

        ইরানের ইস্পাহান শহরের জারদানজান এলাকায় একটি পারমাণবিক স্থাপনায় নিরাপত্তায় নিয়োজিত সামরিক বাহিনীর সদস্যরা

        যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নাগরিক সমাজের নেতৃবৃন্দের মানববন্ধন ও সমাবেশে

        সারাদেশে অভিযান চালিয়ে ১৫টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে

        সারাদেশে অভিযান চালিয়ে ১৫টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে

        নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে হবে বললেন রাষ্ট্রপতি

        নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে হবে বললেন রাষ্ট্রপতি

        শাহজালালের থার্ড টার্মিনালে ঢুকে গেল রাইদা বাস, প্রকৌশলীর মৃত্যু

        ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহন

        রাসেল মাহমুদের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েও পায়নি মোহামেডান

        তূর্ণা ও কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়লো ২ জন

        প্রতারিত বাংলাদেশি অভিবাসীদের নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞদের আশঙ্কা

        সিলেটের শাহপরাণে পুলিশের জালে দুই কারবারি

        সিলেট নগরীতে ২১ এপ্রিল থেকে কোভিডের ৩য় ও ৪র্থ ডোজ প্রদান করা হবে

যুক্তরাষ্ট্রে চীনের সব সফটওয়্যার নিষিদ্ধ করতে যাচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে চীনের সব সফটওয়্যার নিষিদ্ধ করতে যাচ্ছেন ট্রাম্প

এলএ বাংলা টাইমস


টিকটকের পাশাপাশি চীনের মালিকানাধীন সব সফটওয়্যার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, চীনের সফটওয়্যার তাঁর দেশের নিরাপত্তার জন্য হুমকি। প্রেসিডেন্টের বরাতে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সোমবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, মাইক পম্পেও বলেছেন, চীনের শাসক দল কমিউনিস্ট পার্টির কাছে সরাসরি তথ্য পৌঁছে দেয়—এমন সফটওয়্যারগুলোর একটি হচ্ছে চীনের ভিডিও অ্যাপ টিকটক। এর আগে গত শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি টিকটক বন্ধ করে দেবেন।


ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় অ্যাপ টিকটকের প্রতিষ্ঠান অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা চীন সরকারের নিয়ন্ত্রিত নয় বা সরকারের কাছে তথ্য সরবরাহ করে না। পম্পেও বলেন, ‘অগুনতি’ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে ব্যবসা করছে। তারা চীনের সরকারের কাছে তথ্য সরবরাহ করে থাকতে পারে। সেসব ডেটায় মুখ শনাক্ত করার প্যাটার্ন, ঠিকানা, ফোন নম্বর এবং অন্যদের সঙ্গে যোগাযোগ-সংশ্লিষ্ট বিষয় যুক্ত থাকতে পারে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যথেষ্ট হয়েছে। এবার আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে যাচ্ছি।

এর আগে শুক্রবার এয়ার ফোর্স বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধে তিনি নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে মাসে সক্রিয় টিকটক ব্যবহারকারী রয়েছে আট কোটি। বেশির ভাগের বয়স ২০ বছরের নিচে। অ্যাপটি চীনের প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি।

বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর যুক্তরাষ্ট্রে বাইটড্যান্সের ব্যবসা বন্ধের সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন। সিনেটর লিন্ডসে গ্রাহাম টুইটারে লিখেছেন, ‘ঠিক জবাবটা কী? মাইক্রোসফটের মতো একটি আমেরিকান কোম্পানি থাকা, যে টিকটককে টেক্কা দিতে পারবে। যা দুই পক্ষেরই জয়ের অনুকূল পরিবেশ তৈরি করবে। এটি প্রতিযোগিতাকে জিইয়ে রাখবে এবং চীনা কমিউনিস্ট পার্টির কবল থেকে তথ্য-উপাত্ত রক্ষা করবে।’ মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা কিনে নেওয়ার জন্য তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা এ ব্যাপারে রোববার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন।

বাণিজ্য, করোনাভাইরাস ব্যবস্থাপনাসহ চীন ও যুক্তরাষ্ট্রের নানা ইস্যুতে উত্তেজনা রয়েছে। এর মধ্যে চীনের মালিকানাধীন টিকটক এবং অন্যান্য সফটওয়্যার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত সেই উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের প্রধান কার্যালয় বেইজিংয়ে। অ্যাপটি চীনে জনপ্রিয় হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সমালোচনাও বেড়েছে। টিকটকের সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির কয়েকজন সিনেটর এর বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানিয়েছিলেন।

ভারত গত ৩০ জুন টিকটক, উইচ্যাটসহ চীনা ৫৯টি অ্যাপ বন্ধ করে দেয়। নয়াদিল্লি এসব অ্যাপকে দেশের জন্য বিপজ্জনক অভিযোগ তুলে তা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। যদিও ১৫ জুন লাদাখে চীনের সঙ্গে সীমান্ত-সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হওয়ার পর দিল্লি ওই সিদ্ধান্ত নিয়েছিল।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর