যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ইং

|   ঢাকা - 06:04pm

|   লন্ডন - 12:04pm

|   নিউইয়র্ক - 07:04am

  সর্বশেষ :

  প্রতীক বরাদ্দ, একাদশ সংসদ নির্বাচনে ৩শ আসনে ১৮৪১ প্রার্থী   সিডনিতে বিজয় দিবস উদযাপন শুরু   ধানের শীষকে জয়যুক্ত করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে : রোমে বিএনপির সভা   নিউইয়র্কে তিন দিনব্যাপী ফোবানা কনভেনশন ৩০-৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ২০১৯   আন্দোলনকারীদের সঙ্গে বসবেন ম্যাক্রো, না থামলে কড়া পদক্ষেপ   ইইউর অনুমতি ছাড়াই ব্রেক্সিট বাতিল করতে পারবে যুক্তরাজ্য : ইসিজি   বন্ধ ৫৮টি অনলাইন নিউজ পোর্টাল খুলে দিয়েছে বিটিআরসি   নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানালেন সাকিব   ধানের শীষের প্রচারের নেতৃত্বে ড. কামাল   ট্রাম্পকন্যা দাবি এক পাকিস্তানি তরুণীর!   নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে ইইউ'র আহ্বান   গৃহশিক্ষকের চোখে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শৈশব   সোমবার প্রতীক বরাদ্দ   প্রার্থিতা ফিরে পেতে খালেদা জিয়ার রিট   ভারতে ইভিএম নিয়ে বাড়ছে সন্দেহ ও অবিশ্বাস

মূল পাতা   >>   স্বদেশ

‘সরকার বিএনপি-জামায়াতের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে’

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০১৮-০৭-২০ ১০:১৭:৩৯

নিউজ ডেস্ক: বিএনপি ও জামায়াতের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে সরকার নানা ধরনের কৌশল গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

২০ জুলাই শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ এ নেতা এমন মন্তব্য করলেন।

জামায়াতে ইসলামীকে নিয়ে সরকার নানা ধরনের কৌশল করছেন মন্তব্য করে মওদুদ আহমদ বলেন, ‘সরকার আমাদের মধ্যে (বিএনপি-জামায়াত) একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে চায়। সিলেট সি‌টি নির্বাচন হলো স্থানীয় নির্বাচন, এটা এমন কোনো নির্বাচন না। জামায়াত তাদের একজন দলীয় প্রার্থী দিয়েছে। আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে একটা সমঝোতায় আসতে। আমাদের যে জোট (২০-দলীয় জোট), সেই জোট ছিল, সেই জোট আছে এবং জোট থাকবে।’

সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ঐক্যমত সৃষ্টি করা হবে বলে আশাবাদ মওদুদের। তিনি বলেন, ‘কিন্তু এখানে বিভিন্নভাবে, বিভিন্ন সংবাদমাধ্যমে এবং বিভিন্ন খবর দিয়ে আমাদের মাঝে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এটা নিস্ফল হবে। কারণ, বর্তমান সরকারের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আমরা জাতীয় ঐক্যমত সৃষ্টি করব। যাতে করে বর্তমান সরকারকে অপসারণ করতে পারি।’

বাংলাদেশ ব্যাংকের ভল্টের সোনা চুরির প্রসঙ্গে মওদুদ বলেন, ‘আগে হয়েছে টাকা চুরি। আর এখন হচ্ছে, সোনা চুরি! কিন্তু সোনা চুরির সঙ্গে যারা জড়িত, তাদের একজনকেও গ্রেফতার করা হয়নি। এখানে অনিয়ম যে হয়েছে, তাদের সংস্থাগুলোই বলছে এবং অর্থমন্ত্রীও বক্তব্য রেখেছেন। যদি তাই হয়ে থাকে তাহলে একজন মানুষকে সন্দেহভাজনে হিসেবে “সেকশন ৫৪”-তে গ্রেফতার করতে অসুবিধাটা কোথায়?’

সোনা চুরির পিছনে ক্ষসতাসীনদের মদদপুষ্ট লোকেরা আছে বলেই সরকার আইনি প্রয়োগের ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ এ নেতা।

‘প্রতিহিংসার রাজনীতি: গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। এতে জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।

এই খবরটি মোট পড়া হয়েছে ৫৭৬ বার

আপনার মন্তব্য