আপডেট :

        প্রকাশ পেল তুফান সিনেমার ফার্স্টলুক

        নিউইয়র্কে রাস্তায় আচমকা নারীদের ঘুষি মারছে অজ্ঞাতরা

        যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

        পাপারাজ্জিকে ঘুষি: টেলর সুইফটের বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ

        দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, সাগরেই ৩৬ হাজার

        বাল্টিমোরে সেতুধসে দুর্ঘটনাকবলিত জাহাজের সব ক্রু ভারতীয়

        কে হচ্ছেন নতুন বন্ড

        জাহাজের ধাক্কায় বাল্টিমোরে সেতু ধসের সর্বশেষ

        শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ভালো করা উচিত: সাকিব

        রিকশাওয়ালাদের গেম শো

        আর্জেন্টিনায় ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত

        সর্বজনীন পেনশন স্কীম কার্যক্রমের উদ্বোধন

        ভুটানের রাজাকে গার্ড অব অনার ও বিদায়ী সংবর্ধনা

        গাজায় মানবিক বিপর্যয় মানবসৃষ্ট দুর্ভিক্ষে পরিণত: জাতিসংঘ মানবাধিকার প্রধান

        ভুয়া পিতৃপরিচয় দিয়ে বৃদ্ধের সঙ্গে প্রতারণা

        বাংলাদেশি আমেরিকানদের ভূয়সী প্রশংসায় ডোনাল্ড লু

        মস্কোতে আইএসের হামলা চালানো, বিশ্বাস হচ্ছে না মারিয়া জাখারোভার

        নগরীর অচল ১১০টি সিসি ক্যামেরা হল সচল

        একনেকে ১১ প্রকল্পের অনুমোদন

        স্টেকহোল্ডারদের অংশগ্রহণে সিকৃবিতে আলোচনা সভা

ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় বের করে দেয়া হলো হল থেকে, প্রতিবাদে অনশন

ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় বের করে দেয়া হলো হল থেকে, প্রতিবাদে অনশন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গভীর রাতে আবাসিক হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা এক ছাত্রীকে বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে ছাত্রীদের আবাসিক বেগম রোকেয়া হল থেকে আফসানা আহমেদ ইভা নামে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ খালেকুজ্জামান অনুসারী) এক কর্মীকে বের করে দেয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ঘটনার প্রতিবাদে হলের প্রধান ফটকে আমরণ অনশন শুরু করেছেন ওই ছাত্রী। এদিকে ছাত্রফ্রন্টের ওই কর্মীর বিরুদ্ধে হল প্রভেস্টসহ সিনিয়র শিক্ষার্থীদের সাথে বেয়াদবির অভিযোগ এনে মানববন্ধন করেছে ওই হলের সাধারণ শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেগম রোকেয়া হলের প্রথম বর্ষের ছাত্রীদের জোরপূর্বক ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে নিয়ে যাওয়া হয়। গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রথম বর্ষের ছাত্রীদের সাথে ভুক্তভোগী ওই ছাত্রীকে কর্মসূচিতে যাওয়ার জন্য জোর করেন ছাত্রলীগের নেত্রীরা। এসময় ওই ছাত্রী ছাত্রলীগে কর্মসূচিতে যেতে অস্বীকৃতি জানান।

এই ঘটনার জের ধরে সোমবার রাতে ছাত্রলীগের সহসভাপতি তানিয়া আফরিন সিন্থিয়া, ছাত্রলীগ কর্মী সাদিয়া আফরিন স্বর্ণা, ইলা, শিলা প্রমুখ ওই ছাত্রীকে হল থেকে বের করে দেন বলে তিনি অভিযোগ করেছেন। পরে হল প্রভোস্ট সাময়িকভাবে রোকেয়া হলের সম্প্রসারিত ভবনে থাকতে বললে তিনি তাতে অস্বীকৃতি জানান এবং রাত ৩টার পর্যন্ত হলের ফটকে অবস্থান করেন। সকাল ৮টার দিকে হলের প্রধান ফটকে আমরণ অনশন শুরু করেন তিনি।

পরে সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন প্রক্টরিয়াল বডির অন্য সদস্যদের নিয়ে হলের সামনে আসেন। দুপুর আড়াইটার দিকে ওই ছাত্রী হলে থাকার দাবিতে আবার হলের প্রধান ফটকে অবস্থান নিলে সাবেক প্রক্টর ও সহকারী প্রক্টর ওই ছাত্রীকে হলের ভিতরে নিয়ে যান। এসময় সেখানে উপস্থিত শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মো. রুবেল সহকারী প্রক্টরদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তাদেরকে পদত্যাগ করতে বলেন।

এদিকে এর আগেও ওই ছাত্রীকে বিভিন্ন সময় ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় বিভিন্নভাবে হয়রানি করা হয় বলে জানিয়েছেন তিনি। এবিষয়ে ওই ছাত্রী মৌখিক ও লিখিতভাবে অভিযোগ করলেও প্রভোস্ট কোনো ব্যবস্থা নেয়নি বলেও জানান তিনি।

এছাড়া সম্প্রতি ছাত্রলীগের শাখা কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় হলের প্রথম বর্ষের ছাত্রীদের বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ। প্রথম বর্ষের ছাত্রীদের হলের আদব কায়দা শেখানোর নামে হলের অতিথি কক্ষে গভীর রাত পর্যন্ত আটকে রাখার অভিযোগ রয়েছে।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, ‘আমি বেগম রোকেয়া হলের ২০১৬-১৭ সেশনের একজন আবাসিক ছাত্রী। আমি গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচীতে বেগম রোকেয়া হল ছাত্রলীগের পক্ষ থেকে যোগদানে অস্বীকৃতি জানাই। ওই দিন রাতে বেগম রোকয়ো হলে ছাত্রলীগকর্মীবৃন্দ আমাকে আলাদা ভাবে ডেকে বলে যে, প্রথম বর্ষের ছাত্রীদের ছাত্রলীগের কর্মসূচিতে যাওয়া বাধ্যতামূলক এবং আমাকে আরো বলা হয় পরবর্তী কোনো কর্মসূচিতে আমি যেন আরো ১০ জন ছাত্রী নিয়ে অংশগ্রহণ করি। এ প্রস্তাবে আমি রাজি না হলে আমাকে হল থেকে বের করে দেয়া ও আমার জিনিসপত্র পুড়িয়ে ফেলারও হুমকি দেয়া হয়। আমি পরের দিন (৫ জানুয়ারি) হল প্রভোস্টকে বিষয়টি অভিহিত করি। তারপরও ৬ জানুয়ারি রোকেয়া হল ছাত্রলীগ ছাত্রীদের সামনে ডেকে ৭ তারিখ বিকেল ৫ টার মধ্যে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেয়া হয়। ৭ তারিখে এ বিষয়ে আমি হল প্রভোস্টকে একটি লিখিত অভিযোগ করি। তারপরও প্রভোস্ট কোনো ব্যবস্থা না নিলে রোকেয়া হলের শাপলা (বড় আপু) প্রভোস্ট ম্যামকে ফোন দিলে নিরাপত্তার জন্য আমাকে তার কাছে নিয়ে ৩০৯ নং রুমে রাখতে বলেন। গতকাল রাতে আবার (রাত সাড়ে ১১টার দিকে) ছাত্রলীগ কর্মীরা আমাকে ৩০৯ নং রুম থেকে ডেকে এনে হলের আন্টিদের (হলের আয়া) আমার বেডিংপত্র হলের বাহিরে রেখে আসে।’

এই বিষয়ে বেগম রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরা বেগম ওই ছাত্রীর আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়ার পূর্বে ওই ছাত্রীকে সম্প্রসারিত ভবনে অবস্থান করতে বলা হয়েছে।

এদিকে ছাত্রফ্রন্টের ওই কর্মীর বিরুদ্ধে হল প্রভোস্ট ও সিনিয়র ছাত্রীদের সাথে বেয়াদবির অভিযোগ তুলে মানববন্ধন করেছে হলের সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে হলের ছাত্রলীগের সহসভাপতি তানিয়া আফরিন সিন্থিয়ার নেতৃত্বে হলের প্রধান ফটকে অর্ধশতাধিক ছাত্রী মানববন্ধন করে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, এই ঘটনার সাথে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। অতিথি কক্ষে রাতে ডেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের দেশের সঠিক ইতিহাস ও বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও আদব কায়দা শেখানো হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর