আপডেট :

        শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ভালো করা উচিত: সাকিব

        রিকশাওয়ালাদের গেম শো

        আর্জেন্টিনায় ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত

        সর্বজনীন পেনশন স্কীম কার্যক্রমের উদ্বোধন

        ভুটানের রাজাকে গার্ড অব অনার ও বিদায়ী সংবর্ধনা

        গাজায় মানবিক বিপর্যয় মানবসৃষ্ট দুর্ভিক্ষে পরিণত: জাতিসংঘ মানবাধিকার প্রধান

        ভুয়া পিতৃপরিচয় দিয়ে বৃদ্ধের সঙ্গে প্রতারণা

        বাংলাদেশি আমেরিকানদের ভূয়সী প্রশংসায় ডোনাল্ড লু

        মস্কোতে আইএসের হামলা চালানো, বিশ্বাস হচ্ছে না মারিয়া জাখারোভার

        নগরীর অচল ১১০টি সিসি ক্যামেরা হল সচল

        একনেকে ১১ প্রকল্পের অনুমোদন

        স্টেকহোল্ডারদের অংশগ্রহণে সিকৃবিতে আলোচনা সভা

        বিএনপি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না: ওবায়দুল কাদের

        নোবেলজয়ী অর্থনীতিবিদের মৃত্যু

        বিচারকবিহীন আদালত

        বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নেওয়াই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার

        সাবেক সংসদ সদস্য নজির হোসেনের মৃত্যু

        জাতীয় ছাত্র সমাজের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী

        দ্বিতীয় টেস্টে নেই হাথুরু

        ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’

বিশ্বকাপ ক্রিকেটের ১০০ দিনের ক্ষণগণনা শুরু

বিশ্বকাপ ক্রিকেটের ১০০ দিনের ক্ষণগণনা শুরু

৩০ মে পর্দা উঠবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। মাসের হিসেবে আর কয়েকটি মাস বাকি। তবে দিনের হিসেবে বাকি মাত্র ১০০ দিন। ওয়ানডে বিশ্বকাপের এই ১০০ দিনের ক্ষণগণনা আজ মঙ্গলবার থেকে লন্ডনের ট্রাফালগার স্কয়ারে নেলসন কলামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সেখানে একটি বিশাল আকৃতির স্ট্যাম্প বানানো হয়েছে। যার মিডেল স্ট্যাম্প বানানো হয়েছে ট্রাফালগার স্কয়ারের মনুমেন্টটিকে। সামনে রাখা হয়েছে বিশ্বকাপের ট্রফিটি। এখান থেকেই শুরু হয়েছে বিশ্বকাপের কাউন্টডাউন ও শেষ ১০০ দিনের সফর।

ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ক্রিকেট, বিশ্ব ক্রীড়া, মিডিয়া ও বিনোদনের আলোচিত ও খ্যাতিমান ব্যক্তিবর্গ। সেই তালিকায় আছেন ইংল্যান্ডের ক্রীড়া মন্ত্রী মিমস ডাভিস, স্যার অ্যালিস্টার কুক, জেমস অ্যান্ডারসন, দুইবারের বিশ্বকাপ জয়ী ক্লাইভ লয়োড, বিশ্বকাপ টুর্নামেন্টের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওর্থি, আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন, সেলিব্রেটি হ্যারি জুড ও ক্রিস হিউজেস।

এ বিষয়ে বিশ্বকাপ টুর্নামেন্টের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওর্থি বলেছেন, ‘বিশ্বকাপ এখন ছোঁয়া দূরত্বে। ট্রাফালগার স্কয়ারে টুর্নামেন্টের ১০০ দিনকে স্মরণীয় করে রাখতে যে আয়োজন সেটা দেখে দারুণ লাগছে। এসব আয়োজন আসলে টুর্নামেন্টটিকে স্থানীয় এবং বিশ্বব্যাপী ক্রিকেট ভক্ত-সমর্থকদের চোখের সামনে নিয়ে আসে।এটা আসলে টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে আমাদের যে প্রচেষ্টা সেটার অংশ। আশা করছি ১০০ দিনে ট্রফিটি খেলোয়াড়, ক্রিকেট ভক্ত, দর্শকদের মধ্যে অনুপ্রেরণা ও উৎসাহ উদ্দীপনা ছড়াবে। এই ১০০ দিনে ট্রফির সঙ্গে আমরাও দারুণ দারুণ জায়গায় যেতে পারব। স্মরণীয় ও আকর্ষণীয় নানা স্থান দেখব। ইংল্যান্ড ও ওয়েলসের মিলিয়ন মিলিয়ন মানুষকে বিশ্বকাপের উৎসবে সামিল করতে পারব।’

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘বিশ্বকাপ মাঠে গড়ানোর মধ্য দিয়ে আমাদের বছরের পর বছর ধরে করা পরিকল্পনাগুলোর বাস্তবায়ন হয়। তবে মূল উত্তেজনাটা ছড়ায় বিশ্বকাপ শুরু হওয়ার আগের ১০০ দিনে। আশা করছি আগামী ১০০ দিনে ক্রিকেট বিশ্বের কোটি কোটি সমর্থকদের উৎসবে সামিল করবে এই ক্ষণগণনা ও ট্রফির সফর। যেটা ইংল্যান্ড এবং ওয়েলসের বিভিন্ন ঐতিহাসিক ও আকর্ষণীয় স্থান ঘুরে বেড়াবে।’

আবারো ইংল্যান্ড ও ওয়েলসের ক্রিকেটপ্রেমী, নতুন প্রজন্ম বিশ্বের তারকা ক্রিকেটারদের খেলা দেখতে পারবে ঘরের মাঠে। তারকা ক্রিকেটারদের পদচারণায় মুখরিত হবে নানান ভেন্যু ও স্থান। ১৪ জুলাই বিজয়ী দলের অধিনায়ক উঁচিয়ে ধরবেন বিশ্বকাপের ট্রফি।তার আগে ১০০ দিনের ক্ষণগণার সময়ে ট্রফিটি ইংল্যান্ড এবং ওয়েলসের ১১৫টি লোকেশন ঘুরবে। যেখানে ক্রিকেট ভক্তরা সুযোগ পাবে ট্রফিটিকে কাছ থেকে দেখার। ট্রফির সঙ্গে ছবি তোলার। ১০০ দিনের সফর শেষে ট্রফিটি ফিরে আসবে লন্ডনে। যেখানে ৩০ মে পর্দা উঠবে বিশ্বকাপের।

ইংল্যান্ডের সাবেক স্পিনার গ্রায়েম সোয়ানকে ১০০ দিনের ট্রফি ট্যুরের অ্যাম্বাসেডর করা হয়েছে। তিনি বলেছেন, ‘ট্রফি ট্যুরের অংশ হতে পেরে আমি গর্বিত। এই সফরের মাধ্যমে দেশের আনাচে-কানাচের ক্রিকেট ভক্ত ও সমর্থকদের মধ্যে বিশ্বকাপের যে আমেজ সেটা ছড়িয়ে দিব। টুর্নামেন্টকে ঘিরে তাদের যে উৎসাহ-উদ্দীপনা সেটা আরো বাড়িয়ে দিব। এই গ্রীষ্মের সময়টি ইংল্যান্ড-ওয়েলস এবং বিশ্বব্যাপী খুবই উত্তেজনাকর হবে। আর সেটা শুরু হল বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণার মধ্য দিয়ে।’

এর আগে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ট্রফিটি ওমান, যুক্তরাষ্ট্র, জ্যামাইকা, বার্বাডোজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভারত, আফগানিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, রুয়ান্ডা, নাইজেরিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি ঘুরে এসেছে।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত