প্রবাস

বিক্ষোভকারীদের তোপের মুখে বেলজিয়ামে হাসান মাহমুদ ‘অবরুদ্ধ’

গত ১৭ই মার্চ ২০১৫ তারিখে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও
শেখ হাসিনা সরকারের সাবেক বন মন্ত্রী হাছানমাহমুদ বেলজিয়াম প্রেস ক্লাবে বিক্ষোভ কারীদেরতোপের মুখে পড়ে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধছিলেন। কোন উপায় না দেখে অবশেষে আয়োজকরা পুলিশডেকে তাকে উদ্ধার করে। সোমবার হাছান মাহমুদবেলজিয়াম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথেমতবিনিময় করতে যান। বিকাল আনুমানিক তিনটায়ইউরোপীয়ান কমিশনে বিক্ষোভ করতে আসাযুক্তরাজ্য যুবদল ও বেলজিয়াম বিএনপিনেতৃবৃন্ধ প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েসরকারের বিরুদ্ধে ব্যানার ফেস্টুন প্রদশর্নকরে স্লোগান দেন। বিকাল চারটায় হাছান মাহমুদমিটিং শেষ করে বেরুতে চাইলে তিনি যুবদলের জোরবিক্ষোভের মুখে প্রেস ক্লাবেই আশ্রয় নেন।প্রায় দুই ঘন্টা পর প্রেসক্লাব নেতৃবৃন্দপুলিশ ডাকেন। পুলি এসে অবরোধকারীদের শান্তথাকার অনরোধ জানান। সেখান থেকে বিক্ষোভকারীরাসরে গেলে হাছান মাহমুদ প্রেস ক্লাব ত্যাগ করেন।সুত্রঃ ইন্টারনেট