প্রবাস

ক্যালট্রান্স হাইওয়ে সেফটি পোস্টার প্রতিযোগিতা জিতে নিলো দশ বছরের বাংলাদেশি সাফির

ক্যালট্রান্স হাইওয়ে সেফটি পোস্টার প্রতিযোগিতায় ৭ থেকে ১০ বছরের বয়সভিত্তিক ক্যাটাগরিতে প্রথম স্থানের পুরষ্কার জিতে নিলো দশ বছরের সাফির ফাইজান ভুঁইয়া।

অন্যান্য বিজয়ীদের মধ্যে সাফিরই একমাত্র যে বাংলাদেশি হিসেবে প্রতিযোগিতার পুরষ্কার জিতে নিলো।

সাফির ফাইজান ভুঁইয়ার জন্ম যুক্তরাষ্ট্রে৷ তার বাবা প্রফেশনাল ইঞ্জিনিয়ার অব ক্যালিফোর্নিয়া গভর্নমেন্টের (পিইসিজি) ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া (শিমুল)।

প্রতি বছর ক্যালট্রান্স বয়সভিত্তিক ক্যাটাগরিতে হাইওয়ে সেফটি পোস্টার তৈরির প্রতিযোগিতার আয়োজন করে থাকে। ক্যালট্রান্সে কর্মরতদের সন্তান, ভাগ্নে-ভাগ্নী ও নাতি-নাতনীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারে। এর মাধ্যমে শিশুদের সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশের পাশাপাশি নিজেদের মধ্যেও হাইওয়ের নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়।

সাফিরের বাবা প্রকৌশলী রুহুল আমিন ছেলের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, তার ছেলে সাফির একাই বাবা-মায়ের সাহায্য ছাড়া সচেতনতামূলক পোস্টার তৈরি করেছে৷ সেই সাথে বিচারকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রকৌশলী রুহুল আমিন।

১৪ থেকে ১৭ বছরের বয়সভিত্তিক ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে ফ্রেডরিক গ্রিম। ১১ থেকে ১৩ বছরের ক্যাটাগরিতে পুরষ্কার জিতেছে জেনিফার ফাম। ৬ ও এর কম বয়সের ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে লুকাস গুইনেজ।

প্রতিযোগিতার ফলাফল জানতে ভিজিট করুন- http://beworkzonealert.com/poster-winners-2021.html

এলএবাংলাটাইমস/ওএম/এ [এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]