প্রবাস

স্বদেশ শৈলীর আয়োজনে ভার্জিনিয়ায় প্রকাশক-লেখক মত বিনিময় সভা

৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় ভার্জিনিয়ার স্প্রিংফিল্ড, ডেরা রেস্টুরেন্ট এ এক মত বিনিময় সভার আয়োজন করেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রকাশনা সন্থা স্বদেশ শৈলী। এতে মেট্রো ওয়াশিংটনের নয় জন লেখক-কবি-সাংবাদিক অংশগ্রহণ করেন।
স্বদেশ শৈলীর পরিচালনা কমিটির অন্যতম এন্থনি পিউস গোমেজ এর সঞ্চালনে আলোচনার অংশ নেন স্থানীয় কবি-লেখকরা।
শুরুতে প্রকাশক, প্রকাশনা, লেখক-পাণ্ডুলিপি, সম্পাদনা, রিভিউ এবং বই ছাড়ার গুরুত্ব ও প্রতি ধাপ কিভাবে সম্পন্ন হয় তা বিশদ ব্যাখ্যা করেন বিশিষ্ট অনুবাদক লেখক প্রকাশক জনাব অনন্ত উজ্জ্বল। তিনি নানা প্রশ্নের উত্তরে বলেন, প্রতিটি বইয়ের রিভিউ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই কাজের মানুষ দিনে দিনে কমে যাচ্ছে।
আলোচনায় আরো অংশগ্রহণ করেন লেখক-বিজ্ঞানী আশরাফ আহমেদ, সায়েন্সফিকশন লেখক মোস্তফা তানিম, কবি মিজানুর রহমান ভূঁইয়া, রেদোয়ান চৌধুরী, দীনেশ পিটার রেগো,সুবীর কাস্মীর পেরেরা ও এন্থনি পিউস গমেজ।
আলোচনায় স্বদেশ শৈলী আশ্বাস দিয়ে বলেন, প্রবাসী লেখকদের একটা বড় সমস্যা হলো প্রবাসে বসে বই প্রকাশ করা। তাদের এই কাজটি সহজ করে দিতেই এন্থনি পিউস গমেজ, কবি-গবেষক-চিন্তাবিদ মৃদুল রহমান ও অনন্ত উজ্জ্বল স্বদেশ শৈলী নামে প্রকাশনার সংস্থার কথা চিন্তা ভাবনা করেন। প্রবাসে এন্থনি পিউস ও মৃদুল রহমান লেখকদের সাথে যোগাযোর এবং বাংলাদেশে সম্পাদনা ও ছাপার কাজ করেন অনন্ত উজ্জ্বল।
এন্থনি পিউস প্রবাসী লেখকদের উৎসাহিত করে বলেন, নিখুঁদ- নিভুল ও ম্যান সম্পন্ন বই প্রকাশে তারা অঙ্গিকারবদ্ধ।
শেষে রাতের আহারের মধ্যে দিয়ে আলোচনা সভা শেষ হয়।   এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]