প্রবাস

৩০টি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স, ৫৫০ জনের বেশি শনাক্ত

আফ্রিকার বাইরে বিশ্বের কমপক্ষে ৩০টি দেশে ছড়িয়েছে রোগটি। এসব দেশে এখন পর্যন্ত ৫৫০ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে জানানো হয়, আফ্রিকার বাইরে বিশ্বের কমপক্ষে ৩০টি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স রোগটি। এসব দেশে এখন পর্যন্ত ৫৫০ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে।

আবার সংস্থাটির কর্মকর্তা রোসামুদ লিউইস গত মঙ্গলবারেই (৩১ মে) সিএনএন-কে বলেছিলেন, ডব্লিউএইচও’র ছয়টি অঞ্চলের ৩০ টি দেশে ৫৫০ জনের বেশি মানুষের মাঙ্কিপক্স শনাক্ত হওয়া সম্পর্কে তারা নিশ্চিত হয়েছেন।

রোগটির প্রাদুর্ভাব একই সময়ে একাধিক জায়গায় ঘটছে জানিয়ে তিনি বলেন, “এখন আমরা সত্যিই সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখছি। অপেক্ষাকৃত অল্প সময়ের মধ্যেই মাঙ্কিপক্স রোগী শনাক্ত হওয়ার সব ঘটনাই আমরা দেখতে পাচ্ছি।”

মাঙ্কিপক্স নিয়ে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত এক ব্রিফিংয়ে নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের মহাপরিচালক ইফেদায়ো অ্যাডেটিফা বলেছেন, নাইজেরিয়ায় ২০১৭ সাল থেকে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব চলছে। সেখানে এখন পর্যন্ত ৬০০ সন্দেহভাজন এবং প্রায় ২৫০ রোগী শনাক্ত হয়েছে।

মাঙ্কিপক্স সাধারণত পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে হয়ে থাকে। ১৯৭০ সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়েছিল। এই রোগ এখন আফ্রিকার বাইরেও শনাক্ত হচ্ছে। তাই রোগটি নিয়ে উদ্বেগ বাড়ছে। আফ্রিকা ভ্রমণ করেননি, এমন অনেকের এই রোগ শনাক্ত হচ্ছে। বিষয়টি গবেষকদের ভাবিয়ে তুলেছে।