প্রবাস

শেখ হাসিনার নিউইয়র্কে আগমন উপলক্ষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের কর্মী সভা

জাতিসংঘের চলতি ৭৭ তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর সোমবার রাতে নিউইয়র্কে আসছেন। এ উলক্ষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু-এর সঞ্চালনায় প্যাটারসন শহরের ওয়াইন এভিনিউতে অবস্থিত বর্নালী রেস্ট্রুরেন্টে নিউজার্সি স্টেট আওয়ামী লীগ এবং প্যাটারসন সিটি আওয়ামী লীগের এক কর্মী সভা হয়েছে ।

১৬ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠিত ওই কর্মী সভা শেষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দগন স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান নিউজার্সি স্টেটে আওয়ামী লীগ এবং প্যাটারসন সিটি আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নিউইয়র্কে আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে ১৮ সেপ্টেম্বর রবিবার নিউইয়র্কে’র জ্যাকসন হাইটস এর ডাইভারসিটি প্লাজার স্বাগত রেলী, ১৯ সেপ্টেম্বর সোমবার রাত ৯টায়জে এফ কে এয়ারপোর্টে আয়োজিত অভ্যর্থনা সভা, ২৩ তারিখ দুপুর ২টা  জাতিসংঘের সামনে শান্তি সমাবেশ এবং ২৪ তারিখ সকাল ১০টায় প্রবাসী নাগরিক সংবর্ধনাসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দীকুর  রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ঘোষিত প্রত্যেক কর্মসূচিতে তারা যোগদান করবেন।।

এসময় সেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিউজার্সি স্টেটে আওয়ামী লীগ সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক শাহাব উদ্দীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রসূন কান্তি তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন, উপ দপ্তর সম্পাদক মিল্টন দাশ, প্যাটারসন সিটি আওয়ামী লীগের সভাপতি সায়েক হোসেন, সাধারণ সম্পাদক নাহাত চৌধুরী সানিয়াত, সহসভাপতি দ্বীপ্ত রায়, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, বিশ্বজিৎ সাহা, কৌশিক দে, সাইফ-উর রহমান, সেলিম মোহাম্মদসহ আরও অনেক।   এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]