আমেরিকা

টিকা অনুমোদনের জন্য আবেদন করছে মডার্না

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না আজ সোমবার (৩০ নভেম্বর) তাদের তৈরি করোনার টিকা অনুমোদনের আবেদন করবে। ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন পেলেই বাজারে আসবে মডার্নার টিকা। মডার্নার দাবি, তাদের তৈরি টিকা করোনার সংক্রমণ রোধে ৯৪ দশমিক ১ শতাংশ কার্যকারি, পাশাপাশি করোনার কারণে বড় কোনো স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে টিকাটির কার্যকারিতা ১০০ শতাংশ। এফডিএ মৌখিকভাবে টিকার কার্যকারিতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। আশা করা যাচ্ছে, সহজেই অনুমোদন পেয়ে যাবে মডার্নার তৈরি টিকা। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে এফডিএর কাছে অনুমোদনের আবেদন করছে মডার্না। এর আগে ২০ নভেম্বর ফাইজার তাদের তৈরি টিকা অনুমোদনের জন্য আবেদন করেছে৷ ডিসেম্বরে দুই প্রতিষ্ঠানের তৈরি টিকা অনুমোদনের ব্যাপারে এফডিএর উপদেষ্টা কমিটি আলোচনায় বসবে। ডিসেম্বরের শেষদিকে দুই কোম্পানির টিকা বাজারে আসতে পারে। এলএবাংলাটাইমস/ওএম