আমেরিকা

পরিবেশ সংরক্ষণে নজর দিচ্ছেন বাইডেন

প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন নির্বাচনের আগেই পরিবেশ সংরক্ষণ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিজয়ী হয়ে এবার সেদিকে নজর দিচ্ছেন জো বাইডেন। টিম বাইডেনের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, হোয়াইট হাউজ কাউন্ডিল অন এনভায়রনমেন্ট কোয়ালিটির (সিইকিউ) দায়িত্ব পেতে যাচ্ছেন তিন পরিবেশবাদী। সিইকিউ পরিবেশ সংরক্ষণ, বিশুদ্ধ বাতাস নিশ্চিত ও কার্বন নিঃসরণ কমানো নিয়ে কাজ করবে। বাইডেনের ট্রানজিশন টিম মুস্তাফা সান্টিয়াগো আলি, জেসিনিয়া মার্টিনেজ ও ব্রেন্ডা ম্যালোরিকে সিইকিউ এর দায়িত্ব দিতে পারেন বলে জানায় সূত্রটি। মুস্তাফা সান্টিয়াগো আলি পরিবেশ সংরক্ষন বিষয়ে অনেক আগে থেকেই সরব আছেন৷ বর্তমানে এনভায়রনমেন্ট জাস্টিস এর প্রেসিডেন্ট তিনি৷ এলএবাংলাটাইমস/ওএম