আমেরিকা

দক্ষিণ সীমান্তে আটক রেকর্ড সংখ্যক অভিবাসী, সংকট বাড়ছে

যুক্তরাষ্ট্র-ম্যাক্সিকোর দক্ষিণ সীমান্তে গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসী আগমণের নতুন রেকর্ড হয়েছে। আর বিশাল সংখ্যক অবৈধ অভিবাসীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে বাইডেন প্রশাসন। সীমান্তে সৃষ্টি হয়েছে মানবিক সংকট। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) জানায়, শুধুমাত্র মে মাসেই সীমান্ত থেকে ১ লাখ ৮০ হাজার ৩৪ জন অভিবাসী আটক করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ একক প্রাপ্তবয়স্ক ব্যক্তি। এর আগে এপ্রিল মাসে আটক হয়েছিলো ১ লাখ ৭৮ হাজার ৮৮৫ জন। আর মার্চে আটক করা হয়েছিলো ১ লাখ ৭২ হাজার অবৈধ অভিবাসীকে৷ ২০০০ সালের পর সেন্ট্রাল আমেরিকার বাইরে থেকে এতো বিশাল সংখ্যক অভিবাসীর ঢল কখনো দেখা যায়নি। ইকুয়েডর, ভেনেজুয়েলা, কিউবা, হাইতিসহ বেশকিছু আফ্রিকার দেশ থেকে এসব অভিবাসীরা আসছেন। তবে সীমান্তে অভিভাবহীন শিশুদের সংখ্যা আগের মাসের থেকে কমেছে। সিপিবির হিসাব মতে, এপ্রিল মাসে আটক শিশুর সংখ্যা ছিলো ১৩ হাজার ৯৪০ জন। মে মাসে আটক শিশুর সংখ্যা হলো ১০ হাজার ৭৬৫ জন। সিপিবি জানায়, মে মাসে আটকদের মধ্যে ১ লাখ ১২ হাজার ৩০২ জন অভিবাসী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আমলে টাইটেল ৪২ এর অধীনে বিতাড়িত হয়েছেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেন টাইটেল ৪২ বহাল রেখেছেন। দ্য বর্ডার এজেন্সি জানিয়েছে, দৈনিক গড়ে ৬৪০টি শিশুকে কাস্টডিতে নেওয়া হচ্ছে। হেলথ ডিপার্টমেন্ট এর তত্ত্বাবধানে রয়েছে ১৬ হাজার ২০০টি শিশু। মঙ্গলবার (৯ জুন) কংগ্রেশনাল শুনানিতে স্বাস্থ্যমন্ত্রী জাভিয়ের বেরেকা বলেন, 'এর মধ্যে অধিকাংশ শিশু যুক্তরাষ্ট্রে অভিভাবকহীন'। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন যে, সীমান্ত সংকট নিরসনে আরো মানবিক হতে হবে৷ ক্ষমতা গ্রহণের পর বাইডেন ট্রাম্পের আমলে সীমান্ত দেওয়াল নির্মাণ বন্ধ ঘোষণা করেন এবং রিমেইন ইন ম্যাক্সিকো নীতির পরিবর্তন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখো অবৈধ অভিবাসীকে বৈধ করতে কংগ্রেসের প্রতি আহবান জানান বাইডেন। তবে রিপাবলিকানরা বরাবরই সীমান্ত সংকটের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দোষারোপ করছেন। এই সংকট নিরসনে জো বাইডেন দায়িত্ব দিয়েছেন তাঁর ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে। দায়িত্ব পালন করতে গুয়াতেমালা ও ম্যাক্সিকো সফরে রয়েছেন কামালা হ্যারিস। এলএবাংলাটাইমস/ওএম