আমেরিকা

যুক্তরাষ্ট্রে ২০০ জনের মধ্যে 'মানকি পক্স' ছড়ানোর আতঙ্ক

যুক্তরাষ্ট্রে বিরল রোগ 'মানকি পক্স' সংক্রমণের আশঙ্কায় ছড়াচ্ছে আতঙ্ক। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ২৭টি রাজ্যের অন্তত ২০০ জন বাসিন্দাকে এইজন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই মাসের শুরুতে নাইজেরিয়া থেকে আগত টেক্সাস শহরের এক ব্যক্তির মানকি পক্স দেখা দেয়৷ স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে এই ব্যক্তির মাধ্যমে অনেকের মাঝে সংক্রমণ ছড়িয়ে পরেছে। ২০০৩ সালের পর মানকি পক্সে আক্রান্ত এই ব্যক্তিই প্রথম। লোকটিকে হাসপাতালে নেওয়া হয়েছে আর বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত। তবে এখন পর্যন্ত নতুন কারো মধ্যে মানকি পক্স দেখা দেয়নি। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, যেই ব্যক্তি সম্প্রতি এই রোগটিতে আক্রান্ত হয়েছে, তিনি দুইটি ফ্লাইটে করে দেশে ফিরে আসেন। ওই ফ্লাইটের যাত্রীদের মধ্যে রোগটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিডিসি জানায়, তিনি প্রথমে আটলান্টা যান, সেখান থেকে লাগোস থেকে জর্জিয়া আসেন। এর আগে ৯ জুলাই নাইজেরিয়া থেকে ড্যালাসে আসার যাত্রা করেন। বিমানের যাত্রীদের মধ্যে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকলেও সবাই মাস্ক ব্যবহার করায় ব্যাপকহারে এটি ছড়ানোর সম্ভাবনা কম। এই রোগের উপসর্গ- ১) প্রাথমিকভাবে জ্বর, মাথাব্যথা, গলাব্যথা, পিঠ ব্যথা, মাংশ পেশীর ব্যথা ইত্যাদি। ২) জ্বর আসার পর র‍্যাশ উঠবে৷ এরপর মুখ থেকে শুরু করে র‍্যাশ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যায় বিশেষকরে হাতে ও পায়ে। ৩) র‍্যাশ হওয়া স্থানে অনেক চুলকানি হয় ও র‍্যাশের অবস্থা পরিবর্তন হয়। এলএবাংলাটাইমস/ওএম