আমেরিকা

কর্পোরেট ট্যাক্স বাড়াতে কার্যক্রম শুরু করছে ডেমোক্র্যাটরা

হাউজ অব রিপ্রেজেনটেটিভের একদল প্রভাবশালী ডেমোক্র্যাট জানান, কর্পোরেট ট্যাক্স ২১ শতাংশ থেকে বাড়িয়ে ২৬ দশমিক ৫ শতাংশ করতে কার্যক্রম গ্রহণ করছেন তাঁরা। হাউজ ওয়েজ অ্যান্ড মিনস কমিটি সোমবার (১৩ সেপ্টেম্বর) জানায়, এই সপ্তাহে কর্পোরেট ট্যাক্স বৃদ্ধির বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হবে। প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের ডমেস্টিক ইনভেস্টমেন্ট প্ল্যানের অংশ এটি। দ্য ট্যাক্স-রাইটিং প্যানেল মঙ্গলবার এবং বুধবার এই বিষয়টি নিয়ে আলোচনার সময় নির্ধারণ করেছে। আর অন্যান্য বিষয় সম্পর্কে ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বিল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে। হাউজ ওয়েজ অ্যান্ড মিনস এর চেয়ারম্যান রিচার্ড নিল কর্পোরেট ট্যাক্স বৃদ্ধির ব্যাপারে কমিটির অনুমোদনের চেষ্টা চালাবেন। এই বর্ধিত কর্পোরেট ট্যাক্সের আওতায় ডমেস্টিক ইনভেস্টমেন্ট প্ল্যানের আওতায় আমেরিকার বৃদ্ধি ও শিশুদের জীবনযাত্রার মান উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা হবে। যেসব কর্পোরেট প্রতিষ্ঠানের বার্ষিক আয় ৪ লাখের নিচে তাদের জন্য ট্যাক্স রেট ১৮ শতাংশ, যাদের আয় ৫ মিলিয়নের উপর তাদের আয় ২১ শতাংশ এবং যেসব প্রতিষ্ঠানের বার্ষিক আয় ৫ মিলিয়নের বেশি, তাদের ট্যাক্স ২৬ দশমিক ৫ মিলিয়ন নির্ধারণ করার প্রস্তাবনা রাখা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম