আমেরিকা

যুক্তরাষ্ট্র-তালেবানের প্রথম বৈঠক অনুষ্ঠিত দোহায়

আগস্ট মাসে সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতাশালী তালেবান সরকারের সাথে প্রথমবারের মতো বৈঠকে অংশ নিলো যুক্তরাষ্ট্র। কর্তৃপক্ষ জানিয়েছে, কাতারে অনুষ্ঠিত বৈঠকে উগ্রপন্থী দল, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফিরিয়ে আনা ও অন্যান্য মানবিক বিষয় নিয়ে আলোচনা চলছে৷ তবে যুক্তরাষ্ট্র জানায় এটি তালেবানদের স্বীকৃতি দেয়ার উদ্দেশ্যে করা কোনো বৈঠক নয়। এর একদিন আগে আফগানিস্তান ভয়াবহ হামলার শিকার হয়েছে। এরপর দিনই আলোচনার টেবিলে বসেছে তালেবান-যুক্তরাষ্ট্র। কুন্দুজ শহরের মসজিদে বোমা হামলার ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক। আফগানিস্তানে সুন্নি মতালম্বী বেশি। তবে দ্য সায়েদ আবাদ মসজিদটি শিয়া ধর্মালম্বীদের ছিল। সেখানে হামলার দায় স্বীকার করেছে দ্য ইসলামিক স্টেট। এদিকে দোহা আলোচনার পর তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, দুই পক্ষই ফেব্রুয়ারি ২০২০ এর চুক্তি বহাল রাখতে সম্মত হয়েছে। ওই চুক্তিতে তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল, তারা আল-কায়েদাকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় বসে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা ক্ষুণ্ণ করার মত কোন কার্যক্রম চালাতে দেবে না। মুত্তাকি বলেন, মার্কিন প্রতিনিধিদল কোভিড টিকা এবং মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। তবে তিনি হুঁশিয়ার করেন যেন এক দেশ অন্য দেশের অভ্যন্তরীণ নীতিতে নাক না গলায়। এ বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এখনো কোন মন্তব্য করেননি। এলএবাংলাটাইমস/ওএম