আমেরিকা

শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তরুণী গ্যাবি পেটিটোকে: শব পরীক্ষক

হবু বরের সাথে রোড ট্রিপে যেয়ে নিহত ২২ বছরে বয়েসী 'ভ্যান লাইফ' ব্লগার গ্যাবি পেটিটোর মৃত্যুর আসল কারণ জানা গেছে৷ ওয়োমিং শব পরীক্ষক অফিস জানিয়েছে, গ্যাবি পেটিটোকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শব পরীক্ষক ব্রেন্ট ব্লু জানান, ন্যাশনাল পার্ক থেকে লাশ উদ্ধারের আরো কয়েক সপ্তাহ আগেই গ্যাবি পেটিটোকে হত্যা করা হয়েছে। সর্বশেষ এই পার্কেই গ্যাবি ও তার হবু স্বামী ব্রায়ান লন্ড্রী ভ্রমণ করেছিল। নিখোঁজ হওয়ার কয়েক সপ্তাহ পরেই ব্রায়ান লন্ড্রিকে সন্দেহভাজন হিসেবে সাব্যস্ত করা হয়। সেপ্টেম্বরের মাঝামাঝির পর থেকেই সে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) ড. ব্রেন্ট ব্লু সংবাদ বিবৃতিতে জানায়, পেটিটোর মৃতদেহ ক্যাম্পের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে শ্বাসরোধের চিহ্ন রয়েছে৷ তিনি জানান, ২০ সেপ্টেম্বর গ্যাবির মৃতদেহ উদ্ধারের আগে অন্তত তিন থেকে চার সপ্তাহ সে বনেই পরে ছিল। তবে গ্যাবিকে হত্যার জন্য অন্য কোনো কিছু ব্যবহার করা হয়েছে কী না। তবে তার শরীরে বিষক্রিয়া নিয়ে পূর্ণ তথ্য প্রকাশ করা হয়নি৷ তবে মৃত্যুর সময় গ্যাবি গর্ভবতী ছিল না বলে জানা যায়। এখন পর্যন্ত গ্যাবি পেটিটোর সঙ্গী ব্রায়ান লন্ড্রিকে আটক করা সম্ভব হয়নি। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম