বাংলাদেশ

ফারুকসহ কোটা সংস্কার আন্দোলনের আরও ৩ কর্মী দুইদিনের রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলার ঘটনায় হওয়া দুই মামলায় কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকর্মীকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

১০ জুলাই, মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন জানান।

যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারা হলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন এবং পরিষদের সদস্য জসিম উদ্দিন ও মশিউর রহমান।

এর আগে ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আদালতে তিনজনের জামিন আবেদন করেন।

সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে চলতি বছরের ৯ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার ঘটনা ঘটে। রাত দেড়টার দিকে অজ্ঞাত হামলাকারীরা বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা ভবনের ভেতরে ব্যাপক তাণ্ডব চালায়। বিভিন্ন কক্ষ, রান্নাঘরের জিনিসপত্র ও আসবাবপত্র ভেঙে চুরমার করেন। এ ছাড়া ফুলের টব, জরুরি কাগজপত্র তছতছ করে। সেই সঙ্গে আঙিনায় পার্কিং করা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় পরদিন রাজধানীর শাহবাগ থানায় দুটি মামলা দায়ের করা হয়।

পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় ৩ জুলাই যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে কারাগারে পাঠান ঢাকার এক আদালত।

এর আগে ২ জুলাই সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। তারা ফারুক হোসেনকে পিটিয়ে আহত করেন এবং ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেন।

 এলএবাংলাটাইমস/এন/এলআরটি