বাংলাদেশ

আহমাদ বিন ইউছুফকে বাংলাদেশের প্রধান ক্বারীর স্বীকৃতি

বিশ্বখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারীকে বাংলাদেশের প্রধান ক্বারীর স্বীকৃতি দিয়েছে বিশ্বের কারীদের সংগঠন ‘ইত্তেহাদুল কুররা আল আলামিয়া’।

আরব বিশ্বের সংগঠন আরব লীগ কর্তৃক পরিচালিত এই সংগঠনের প্রেসিডেন্ট মিসরের ড. আহমাদ নাঈনা ও ড. আব্দুল আযীয আব্দুল্লাহ হামাদ বাংলাদেশের এই কৃতি সন্তানকে সম্প্রতি বাংলাদেশের প্রধান ক্বারী হিসেবে স্বীকৃতি দেয়।

এর আগে (স্বাধীনতার পর থেকে) ২০১৮ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন ক্বারী আহমাদের পিতা মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.)। বাংলাদেশে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত করতেন তিনি। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রধান ক্বারী ছিলেনও। গত ১৮ এপ্রিল তিনি ইন্তেকাল করলে এই পদ শূন্য হয়। সর্বশেষ পিতার পদেই বাংলাদেশের প্রধান কারী হিসেবে স্থলাভিষিক্ত হলেন ক্বারী আহমাদ।

শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী ২০০১ সালে বাংলাদেশে দাওরায়ে হাদিস পাশ করেন। পরবর্তীতে মিসরের আল-আযহারের মা'হাদুল ক্বিরাত থেকে দীর্ঘ আট বছর পড়াশুনা করে ১০ ক্বিরাতের ওপর প্রথম বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ সনদ অর্জন করেন।

পৃথিবীর বিভিন্ন দেশের রাজপ্রাসাদ ও আন্তর্জাতিক সম্মেলনে কোরআন তিলাওয়াত এবং বিশ্বের বড় বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশী বিচারক হিসেবে কাজ করার মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

ইত্তেহাদুল কুররা আল আলামিয়ার প্রেসিডেন্ট ড. আহমাদ নাঈনা জানান, শাইখ আহমাদ বিন ইউসুফের এ স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের জোরালো সম্পর্ক সৃষ্টি হবে। বাংলাদেশে বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের ক্ষেত্র আরো সমৃদ্ধ করবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি