বাংলাদেশ

বিএনপি নেতা সোহেল গ্রেফতার

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।

তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান সমকালকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাবিব উন নবী খান সোহেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু জানান, গুলশান-২ নম্বর গোলচত্বর সিগনালে সন্ধ্যা সোয়া ৭টার দিকে সোহেলের গাড়ি থামায় পুলিশ। এ সময় তাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, প্রথমে হাবিব-উন নবী সোহেলকে গুলশান থানায় এবং পরে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে চার শতাধিক মামলা রয়েছে।