বাংলাদেশ

বিমান ছিনতাই চেষ্টাকারীর হাতে ছিল খেলনা পিস্তল

চট্টগ্রামে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী নিহত যুবকের হাতে ছিলো খেলনা পিস্তল। রোববার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমান জানান, বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী যুবক কমান্ডো অভিযানে নিহত হওয়ার পর তার কাছে যে পিস্তলটি পাওয়া গেছে সেটি ছিলো একটি খেলনা পিস্তল। এছাড়া তার বুকেও কোন বিস্ফোরক বাঁধা ছিলো না। প্রাথমিকভাবে এই যুবকের নাম মাহাদি বলে জানা গেলেও তার পূর্ণাঙ্গ নাম পরিচয় উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

রোববার রাতে সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর অভিযানে বিমান ছিনতাই চেষ্টার অবসান ঘটে। মাত্র ৮ মিনিটের এই অভিযানে নিহত হয় মাহাদি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি