বাংলাদেশ

কৃষক বাঁচাতে চাল আমদানি বন্ধ করতে সংসদীয় কমিটির সুপারিশ

কৃষকের স্বার্থ সংরক্ষণে সরাসরি তাদের কাছ থেকে ধান ক্রয় ও চাল আমদানি বন্ধের সুপারিশ করেছে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত এই কমিটির সভায় স্বচ্ছতার সঙ্গে ধান সংরক্ষণ করার সুপারিশও করা হয়।

কমিটির সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ধীরেন্দ্র দেবনাথ শমভু, মো. আয়েন উদ্দিন এবং আতাউর রহমান খান অংশগ্রহণ করেন।

সভায় খাদ্যে ভেজাল প্রতিরোধে ভেজাল বিরোধী অভিযান সারা বছর অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়েছ। সেই সঙ্গে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম শক্তিশালীকরণে লোকবল বৃদ্ধি এবং প্রতিটি জেলায় এর কার্যক্রম সম্প্রসারণের সুপারিশ করা হয় ।

খাদ্য মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।