চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। ১৯ বছরের ইতিহাসে এবার ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা রেকর্ড গড়েছে। এ রোগের আতঙ্ক এখন গ্রামেও ছড়িয়ে পড়ছে। কয়েকদিন ধরে ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তবে শুক্রবার কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬০ জনের মৃত্যুর কথা সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। আগস্টে দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। আগস্টের শেষ দিনে এসে প্রতিদিন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা হাজারের নিচে নামে। চলতি মাসে একদিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এক হাজার অতিক্রম করেনি। তবে একদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে তো আরেকদিন কিছুটা কমছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শুক্রবার নতুন করে ৬৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২২৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগ ও জেলা হাসপাতালে ৪৪৪ রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত ৮০ হাজার ৪০ জন। তাদের মধ্যে ৭৬ হাজার ২২৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ৯০০ রোগী। তাদের মধ্যে রাজধানীর ৪১ সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার ২৮২ এবং ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা সদর হাসপাতালে এক হাজার ৬১৮ রোগী চিকিৎসাধীন আছেন।