বাংলাদেশ

ই-পাসপোর্ট চালু হচ্ছে ২৮ নভেম্বর: পররাষ্ট্রমন্ত্রী


নভেম্বর মাসের ২৮ তারিখ থেকে ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘ই-পাসপোর্ট সবার পেতে সময় লাগবে। তবে আমরা এটি শুরু করছি। ২৮ নভেম্বর থেকে এটা দেওয়া শুরু হবে।

ই-পাসপোর্ট বিলম্বের কারণ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ই-পাসপোর্ট জুলাইয়ের ১ তারিখ থেকে চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেটা দেরি হচ্ছে। ইউরোপ সফরকালে আমি জার্মানিতে যাই। সেখানে ই-পাসপোর্ট তৈরির দায়িত্বে থাকা ভেরিডোস জেএমবিএইচ-এর সাথে এটা নিয়ে আলোচনা হয়।’

প্রবাসীরা ই-পাসপোর্ট পাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন ‘ই-পাসপোর্ট সবাই পাবেন। আর সেটার মেয়াদ হবে ১০ বছর। কারণ, প্রবাসীরা অভিযোগ করেছেন, পাসপোর্ট নবায়ন করতে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়।’

এ সময় মোমেন পাসপোর্ট দু-তিন সপ্তাহের মধ্যে পাওয়া উচিত বলেও মন্তব্য করেন। বলেন, ‘পাসপোর্ট দু-তিন সপ্তাহের মধ্যে পাওয়া উচিত বলে আমি মনে করি। আর নবায়ন করার ক্ষেত্রে আরো কম সময় লাগা উচিত।’

ইউরোপ সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ইতালি ও গ্রিস সফর করেছি। দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল ঢাকা সফর করবেন বলে আমাকে জানিয়েছেন।