বাংলাদেশ

বঙ্গবন্ধুর পাশ করা আইন পৃথিবীর বিভিন্ন দেশ অনুসরণ করেছিলো: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।
সোমবার মন্ত্রিসভায় বৈঠকে এটি অনুমোদিত হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো: তৌহিদুল ইসলাম এ তথ্য দৈনিকসিলেটডটকমকে জানিয়েছেন।
বঙ্গবন্ধু অনুমোদিত Bangladesh Territorial Waters and Maritime Zone Act 1974 সংস্কার ও যুগোপযোগী করে আজ এ আইন অনুমোদিত হয়েছে। সমূদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী এ সংস্কার করা হলো।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, পৃথিবীতে যখন এ বিষয়ে কোন আইন সৃষ্টি হয়নি, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আইন পাশ করেন।বঙ্গবন্ধুর পাশ করা আইন পৃথিবীর বিভিন্ন দেশ অনুসরণ করেছিলো।  পরে ভারত, পাকিস্তান, নরওয়েসহ পৃথিবীর বিভিন্ন দেশ একই ধরনের আইন পাশ করে। ১৯৮২ সালে জাতিসংঘ Maritime Zone Act গ্রহণ করে।

ড. মোমেন বলেন, সমুদ্র বিষয়ক এ আইন থাকার ফলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ১ লক্ষ ১৮ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুদূরপ্রসারী এ আইন পাশ করার ফলে বাংলাদেশ উপকূল থেকে ৩৫০ নট্রিক্যাল মাইল এলাকা পর্যন্ত বাংলাদেশের সব ধরনের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া নর্থ পোল পর্যন্ত বাংলাদেশের অধিকার নিশ্চিত হয়েছে।