বাংলাদেশ

১৩০০০ শিক্ষার্থীর ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা আমেরিকান বিশ্ববিদ্যালয়ের



‘আমেরিকান ইন্টারন্যাশেনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ ১৩ হাজার শিক্ষার্থীকে ভার্চুয়াল ক্লাসের সুযোগ করে দিচ্ছে। তাদের এই কাজে সহযোগিতা করছে মাইক্রোসফট ৩৬৫ এডুকেশন। বিশ্ববিদ্যালয়টি মাইক্রোসফট ৩৬৫ এ্যাপ ব্যবহার করে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ভার্চুয়ালি গুণগত ও কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে। শিক্ষার্থীরা একটি সেমিস্টার অনলাইনে করবে। 
 বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. কারম্যান জে. লামাগনা বলেন, ‘নতুন পরিস্থিতির সাথে মিলিয়ে পুনরায় শিক্ষা ব্যবস্থা চালু করা সহজ না। মাইক্রোসফট ও আমাদের অবকাঠামো ব্যবহার করে ১৩ হাজার শিক্ষার্থী, ফ্যাকাল্টি মেম্বার, কর্মকর্তা, কর্মচারীদের চার দিনের মধ্যে একটি জায়গায় নিয়ে আসতে পেরেছি। এটা ব্যবহার করে আমরা বাস্তবিক ক্লাস ফিরিয়ে আনতে পেরেছি। আমরা একটি সমন্বিত চেষ্টা করছি। যাতে করে করোনা পরবর্তী সময়ে আমরা অফলাইন ও অনলাইনে দুই ভাবেই ক্লাস নিতে পারি।’ 

উপাচার্য বলেন, ‘আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। নতুন পরিস্থিতির সাথে কিভাবে মানিয়ে নিবো। প্রযুক্তির মধ্যে সিনিয়র প্রজন্মের চেয়ে নতুন প্রজন্মকে সহজে আনা যায়। কিন্তু মাইক্রোসফট এটাকে সহজ করে দিয়েছে। মাইক্রোসফটের মাধ্যমে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল করার দিকে এগিয়ে যাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়টি চারটি প্রশিক্ষণ প্রোগ্রাম করেছে মাইক্রোসফট ৩৬৫ এডুকেশনের সাথে তাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিচয় করিয়ে দিতে। 

মাইক্রোসফটের বাংলাদেশ, ভুটান, ব্রুনাই ও নেপালের কান্ট্রি ডিরেক্টর আফিফ মোহাম্মদ আলী বলেন, ‘কয়েক মাস ধরে আমরা কিভাবে শিখিয়েছি ও শিখেছে তা পরিবর্তিত হয়ে গিয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় নতুন প্রযুক্তি ব্যবহার করছেন। তারা নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন। যার প্রভাব গুরূত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী। আমরা পরিবর্তিত নতুন স্বাভাবিকতার মধ্য দিয়ে যাচ্ছি। যা শিক্ষাবিদদের ভার্চুয়াল লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্ত করা, অনুপ্রাণিত করা গুরুত্বপুর্ণ করে তুলেছে। আমেরিকান ইন্টারন্যাশেনাল বিশ্ববিদ্যালয়কে আমাদের সাথে যুক্ত করতে পেরে আমরা খুবই উদ্দীপ্ত।’ 

বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর ক্লাস শুরু করায় বিশ্ববিদ্যালয়টিকে অভিনন্দন জানিয়েছেন মাইক্রোসফটের সাউথ-ইস্ট এশিয়ার জেনারেল ম্যানেজার সুইক হুন চেস।

এলএ বাংলা টাইমস/এস/আর