বাংলাদেশ

মাথাপিছু আয় বাড়লো বাংলাদেশিদের

বাংলাদেশে করোনাভাইরাসের প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কমে গেলেও ২০১৯-২০ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় ১৫৫ ইউএস ডলার বেড়ে ২ হাজার ৬৪ ডলার হয়েছে।  

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এ তথ্য জানায়। 

পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে মাথাপিছু আয় ছিল এক হাজার ৯০৯ ইউএস ডলার। ২০১৯-২০ অর্থবছরে এটি ১৫৫ ইউএস ডলার বেড়ে দুই হাজার ৬৪ ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে ইউএস ডলারের দামের বিপরীতে টাকার মূল্যমানের হিসেবে বাংলাদেশি মুদ্রায় মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে বছরে ১ লাখ ৭৫ হাজার টাকা। অর্থাৎ মাসে প্রায় ১৪ হাজার ৬০০ টাকা।

বিবিএস আরও জানায়, সদ্যবিদায়ী অর্থবছরে (২০১৯-২০) জিডিপির (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫.২৪%। সংস্থাটির হিসেব অনুযায়ী, এর আগের অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরে ৮.১৫% জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল।





এলএ বাংলা টাইমস/এমকে