বাংলাদেশ

বিরামপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ‍্যোগে হতদরিদ্র পরিবারে সুরক্ষা সামগ্রী বিতরণ

দিনাজপুরের বিরামপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরামপুর এপি'র উদ‍্যোগে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে হতদরিদ্র পরিরারের মাঝে বিনামুল্যে হাইজিন কিট তথা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সুরক্ষা সামগ্রী বিতরণের পূর্বে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে উপস্থিত উপকারভোগীদের স্বাস্থ্য বিধি মেনে চলা, বাড়ির বাইরে মাস্ক পরিধান করা সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। হাইজিন কিট তথা সুরক্ষা সামগ্রী হিসেবে প্রত‍্যেক পরিবারে ঢাকনা ও কল সহ ১টি বালতি (২০লিঃ), ১টি গামলা (২০লিঃ), ৫টি স‍্যাভলন সাবান (১২৫গ্রাঃ), ১সেট সাবান দানি, ১কেজি গুড়া সাবান, ২প‍্যাকেট স‍্যানিটারি ন‍্যাপকিন ও ১০টি মাস্ক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের আনসার মাঠে বিরামপুর এপি ম‍্যানেজার মিঃ নরেশ মারান্ডি'র সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার প্রশান্ত কুমারের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলী, পূর্বপাড়া ভিডিসি সভাপতি শাহ্ আলম মন্ডল প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে, ইউএনও পরিমল কুমার সরকার বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের ধারাবাহিক কার্যক্রমগুলো প্রশংসনীয়। তিনি উপস্থিত উপকারভোগীদের যথানিয়মে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি নিয়মিত মেনে চলার আহবান জানান।
এপি ম‍্যানেজার মিঃ নরেশ মারান্ডি জানান, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সাধ‍্যানুযায়ী হতদরিদ্র, দরিদ্র ও সাময়িক কর্মহীন পরিবারে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় গ্রাম উন্নয়ন কমিটি'র (ভিডিসি) মাধ্যমে বাছাইকৃত কর্ম এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে কোভিড-১৯ প্রতিরোধে হাইজিন কিট (সুরক্ষা সামগ্রী) প্রদান করা হচ্ছে। পরবর্তীতে আরো অন‍্যান‍্য সহায়তা প্রদান করার পরিকল্পনা আছে বলে তিনি জানান।

বিতরণ অনুষ্ঠানে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে উপকারভোগী পরিবারের সদস্যদের বসার ব‍্যবস্থা করে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন