বাংলাদেশ সফরের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি চূড়ান্ত করার আর্জি জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তার মতে, ওই চুক্তি না হলে আসাম থেকে বিদেশি বিতাড়ন কখনোই পুরোপুরি সফল হবে না। সম্প্রতি নাগরিক পঞ্জী নবীকরণ নিয়ে রাজ্যের সব দল-সংগঠনের সমাবেশেও একই দাবি তোলা হয়েছিল। ওই চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে রাজ্যে কংগ্রেস, অগপ সকলেই একমত বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।
গগৈ বলেন, ‘‘রাজ্যের কোনো আদালত কাউকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করলেও, ভারত সরকার তাকে ফেরত নেয়ার জন্য বাংলাদেশকে জোর করতে পারে না। পুলিশ বা বিএসএফ ওই ব্যক্তিকে সীমান্ত পার করে দিলেও, বাংলাদেশের সীমান্তরক্ষীরা তাদের ফেরত নিতে অস্বীকার করে। ফলে, তারা ফের সুযোগ বুঝে ভারতে ঢুকে পড়ে।’’
গগৈয়ের বক্তব্য, বাংলাদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের সঙ্গে জরুরি ভিত্তিতে প্রত্যর্পণ চুক্তির স্বাক্ষরের প্রক্রিয়া শুরু করেন। রাজ্য সরকারের হিসেবে, অসম ও বাংলাদেশের মধ্যে সীমান্তের দৈর্ঘ্য ২৬৭ কিলোমিটার। তার মধ্যে পূর্ত দফতর ১৭৬ কিলোমিটার সীমান্তে বেড়া বসিয়েছে। সাড়ে তিন কিলোমিটার স্থলভাগ বিতর্কিত এলাকায় পড়ছে। ২১৩.৭৪ কিলোমিটার এলাকায় আলো বসানো হয়েছে। কিন্তু পানিভাগে ৪৪ কিলোমিটার এখনও উন্মুক্ত। রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী, ১৯৮৫ সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৭১ হাজার ২০১ জনকে বিদেশি হিসেবে শনাক্ত করা হয়েছিল। তাদের মধ্যে ৩৮ হাজার ১৮৬ জন ১৯৭১ সালের ২৪ মার্চের পর এ দেশে এসেছিলেন। অর্থাৎ তাঁরা বহিষ্কারের যোগ্য। কিন্তু, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৪৪৮ জনকে ফেরত পাঠানো গিয়েছে। ৬৮ জন ডিটেনশন সেন্টারে রয়েছেন।
অন্য দিকে, জাতীয় নাগরিক পঞ্জীর কাজ শুরু হওয়ার মুখে ফের জটিলতা বাড়িয়ে দিলেন বরাকের চার বিধায়ক। নতুন শর্ত আরোপ করে নিজের দলকেই সমস্যায় ফেললেন তারা। প্রাক্তন মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর উপদেষ্টা গৌতম রায়ের নেতৃত্বে পাথারকান্দির বিধায়ক মণিলাল গোয়ালা, রটাবাড়ির বিধায়ক কৃপানাথ মালা ও বদরপুরের বিধায়ক জামালউদ্দিন একজোট হয়ে দাবি করেছেন, ২০১৪ সালের ভোটার তালিকা অনুযায়ী বরাকের নাগরিক পঞ্জীর নবীকরণ করতে হবে। তাদের দাবি, বরাকের অনেক পুরনো বাসিন্দার কাছে ১৯৭১ সালের আগেকার কোনো প্রামাণ্য নথি নেই। কিন্তু, তাদের বহিরাগত বলে চিহ্নিত করে দেয়া চলবে না। গোয়ালা বলেন, ‘‘চা বাগানগুলিতে পরিকাঠামোগত সমস্যার কারণে প্রামাণ্য নথির অভাব রয়েছে। বাগান শ্রমিকদের পূর্বপুরুষরা ইংরেজ আমলে এখানে এসেছিলেন। তাই, বাগানে যে জন্ম নথিভুক্তিকরণের খাতা রাখা হয়, সেটিকেও নাগরিক পঞ্জীতে নথি হিসেবে গণ্য করতে হবে।’’ বিধায়কদের যুক্তি, ২০১৪ সালের ভোটার তালিকার ভিত্তিতে লোকসভা নির্বাচন হয়েছে। তালিকায় থাকা ভোটারদের সমর্থনে এমপি নির্বাচিত হয়েছেন। তাই, তালিকার কোনো ভোটারকে অবৈধ ঘোষণা করা উচিত নয়। চার বিধায়ক হুমকি দিয়েছেন, নাগরিক পঞ্জী থেকে এক জন বঙ্গভাষীর নামও বাদ দেওয়া চলবে না। তেমন হলে তারা পরের বছর নির্বাচন বয়কট করবেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
গগৈ বলেন, ‘‘রাজ্যের কোনো আদালত কাউকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করলেও, ভারত সরকার তাকে ফেরত নেয়ার জন্য বাংলাদেশকে জোর করতে পারে না। পুলিশ বা বিএসএফ ওই ব্যক্তিকে সীমান্ত পার করে দিলেও, বাংলাদেশের সীমান্তরক্ষীরা তাদের ফেরত নিতে অস্বীকার করে। ফলে, তারা ফের সুযোগ বুঝে ভারতে ঢুকে পড়ে।’’
গগৈয়ের বক্তব্য, বাংলাদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের সঙ্গে জরুরি ভিত্তিতে প্রত্যর্পণ চুক্তির স্বাক্ষরের প্রক্রিয়া শুরু করেন। রাজ্য সরকারের হিসেবে, অসম ও বাংলাদেশের মধ্যে সীমান্তের দৈর্ঘ্য ২৬৭ কিলোমিটার। তার মধ্যে পূর্ত দফতর ১৭৬ কিলোমিটার সীমান্তে বেড়া বসিয়েছে। সাড়ে তিন কিলোমিটার স্থলভাগ বিতর্কিত এলাকায় পড়ছে। ২১৩.৭৪ কিলোমিটার এলাকায় আলো বসানো হয়েছে। কিন্তু পানিভাগে ৪৪ কিলোমিটার এখনও উন্মুক্ত। রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী, ১৯৮৫ সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৭১ হাজার ২০১ জনকে বিদেশি হিসেবে শনাক্ত করা হয়েছিল। তাদের মধ্যে ৩৮ হাজার ১৮৬ জন ১৯৭১ সালের ২৪ মার্চের পর এ দেশে এসেছিলেন। অর্থাৎ তাঁরা বহিষ্কারের যোগ্য। কিন্তু, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৪৪৮ জনকে ফেরত পাঠানো গিয়েছে। ৬৮ জন ডিটেনশন সেন্টারে রয়েছেন।
অন্য দিকে, জাতীয় নাগরিক পঞ্জীর কাজ শুরু হওয়ার মুখে ফের জটিলতা বাড়িয়ে দিলেন বরাকের চার বিধায়ক। নতুন শর্ত আরোপ করে নিজের দলকেই সমস্যায় ফেললেন তারা। প্রাক্তন মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর উপদেষ্টা গৌতম রায়ের নেতৃত্বে পাথারকান্দির বিধায়ক মণিলাল গোয়ালা, রটাবাড়ির বিধায়ক কৃপানাথ মালা ও বদরপুরের বিধায়ক জামালউদ্দিন একজোট হয়ে দাবি করেছেন, ২০১৪ সালের ভোটার তালিকা অনুযায়ী বরাকের নাগরিক পঞ্জীর নবীকরণ করতে হবে। তাদের দাবি, বরাকের অনেক পুরনো বাসিন্দার কাছে ১৯৭১ সালের আগেকার কোনো প্রামাণ্য নথি নেই। কিন্তু, তাদের বহিরাগত বলে চিহ্নিত করে দেয়া চলবে না। গোয়ালা বলেন, ‘‘চা বাগানগুলিতে পরিকাঠামোগত সমস্যার কারণে প্রামাণ্য নথির অভাব রয়েছে। বাগান শ্রমিকদের পূর্বপুরুষরা ইংরেজ আমলে এখানে এসেছিলেন। তাই, বাগানে যে জন্ম নথিভুক্তিকরণের খাতা রাখা হয়, সেটিকেও নাগরিক পঞ্জীতে নথি হিসেবে গণ্য করতে হবে।’’ বিধায়কদের যুক্তি, ২০১৪ সালের ভোটার তালিকার ভিত্তিতে লোকসভা নির্বাচন হয়েছে। তালিকায় থাকা ভোটারদের সমর্থনে এমপি নির্বাচিত হয়েছেন। তাই, তালিকার কোনো ভোটারকে অবৈধ ঘোষণা করা উচিত নয়। চার বিধায়ক হুমকি দিয়েছেন, নাগরিক পঞ্জী থেকে এক জন বঙ্গভাষীর নামও বাদ দেওয়া চলবে না। তেমন হলে তারা পরের বছর নির্বাচন বয়কট করবেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা