বাংলাদেশ

৬ সচিবের বদলি-পদোন্নতিতে প্রশাসনের বড় পরিবর্তন

প্রশাসনের শীর্ষ পদ সচিব পর্যায়ে বড় রদবদল এনেছে সরকার। এর মধ্যে সচিব পদে তিন নতুন মুখ যুক্ত হয়েছে। অন্যদিকে, তিন সচিবকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিনকে পদোন্নতি দিয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিভাগে দায়িত্বরত সচিব আবু হেনা মোরশেদ জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তারকে পদোন্নতি দিয়ে মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের ইতিহাসে তিনিই প্রথম নারী কৃষি সচিব। এখন পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ে ৩৫ জন কর্মকর্তা সচিবের দায়িত্ব পালন করেছেন। তবে এর আগে কখনও নারী কর্মকর্তা সচিবের দায়িত্ব পালন করেননি বলে জানা গেছে। অন্যদিকে, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বিপিএটিসির রেক্টরের পদটি সচিব পদমর্যাদার। বিপিএটিসি রেক্টর পদে দায়িত্বরত রমেন্দ্রনাথ বিশ্বাসকে অবসরে যাওয়ার সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব মর্যাদা) সত্যজিৎ কর্মকারকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস