বাংলাদেশ

তীব্র তাপপ্রবাহ বইছে চার জেলায়

বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় তা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। আর এর মধ্যেই প্রচণ্ড গরমে পুড়ছে দেশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চারটি জেলায় তীব্র তাপপ্রবাহ বইছে। এ ছাড়া অন্যত্র বইছে তাপপ্রবাহ। দেশের উষ্ণতম মাস এপ্রিল। গেল মাসে দেশে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি পার হয়েছিল। এপ্রিলের শেষ দিক থেকে মে মাসের শুরুর সময়টায় বৃষ্টিতে তাপ কমেছিল খানিকটা। এরপরই শুরু হয়ে যায় তীব্র তাপ। গত সোমবার ঢাকার তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা গত ৩৪ বছরের মে মাসের রেকর্ড ছুঁয়ে যায়। ১৯৮৯ সালের ৮ মের পর মে মাসের কোনো দিনে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। ওই দিনও ঢাকায় ওই তাপমাত্রা হয়েছিল। গতকাল মঙ্গলবার সেই রেকর্ডও ভেঙে গেছে। গতকাল রাজধানীর তাপমাত্রা আগের দিনের চেয়ে কিছুটা বেড়ে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস হয়। ১৯৭৯ সালের পর মে মাসে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। সেই অনুযায়ী ৪৪ বছরের মধ্যে ঢাকায় মে মাসে এটা সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। আজ সকাল নয়টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ গণ্য করা হয়। তাপ ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি হলে তীব্র তাপপ্রবাহ সৃষ্টি হয়। আর ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা উঠে গেলে তা হয় অতি তীব্র তাপপ্রবাহ।     এলএবাংলাটাইমস/আইটিএলএস