শান্তিপূর্ণভাবে ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মনে করেন একাধিক বিদেশি নির্বাচন পর্যবেক্ষক। সোমবার (৮ জানুয়ারি) বিদেশি পর্যবেক্ষকরা জাতীয় প্রেসক্লাব ও হোটেল সোনারগাঁয় পৃথক সংবাদ সম্মেলনে একথা বলেন।
৭ জানুয়ারি জাতীয় সংসদের ২৯৯ আসনে ভোট হয়। ২৯৮টি আসনের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ ২২২টি আসন পেয়ে জয়লাভ করেছে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে ভোট আগেই স্থগিত করা হয়। এছাড়া ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রে অনিয়ম হওয়ায় ফলাফল ঘোষণা স্থগিত করে নির্বাচন কমিশন।
প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজির প্রধান নির্বাহী আলেক্সান্ডার বার্টন গ্রে বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, নরওয়ে, জাপান, থাইল্যান্ড, ভারত, নেপাল ও মালদ্বীপ থেকে পর্যবেক্ষকরা ৭ জানুয়ারির এই নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সঙ্গে আলাপকালে কেউ কোনও ধরনের অসুবিধার সম্মুখিন হননি বলে তারা জেনেছেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হয়েছে এবং নারী ও নতুন ভোটাররা তাদের মনোযোগ আকর্ষণ করেছে।
ট্রেনে অগ্নিসংযোগ, কেন্দ্র ভাঙচুর, যানবাহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটেছে এবং এ ধরনের ঘটনার তীব্র নিন্দা করছেন বলেও তিনি জানান।
হোটেল সোনারগাঁয় সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে পর্যবেক্ষক ভিলেম ভ্যান ডার জানান, তারা চারটি আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন। বিরোধী দল নির্বাচন বর্জন করেছে এবং এর ফলে নির্বাচন পূর্ণ অংশগ্রহণমূলক হয়নি জানিয়ে তিনি বলেন, তবে এর মানে এই নয় যে নির্বাচন বেআইনি হয়ে গেছে।
তিনি বলেন, আমরা সব দলকে আহ্বান করতে চাই যে বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালি করার জন্য আগামী সব নির্বাচনে যেন বিরোধী দল অংশ নেয়।
এলএবাংলাটাইমস/এজেড