বাংলাদেশ

প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা নিয়োগ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সংসদ সদস্য (এমপি) সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান)। তাকে অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের এখনও দায়িত্ব বণ্টন করা হয়নি। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ১১ জানুয়ারি সালমান এফ রহমানসহ ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হয়। উপদেষ্টা পদে থাকার সময় তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন‌ বলে নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের জানানো হয়েছে, সালমান এফ রহমানের এই নিয়োগ হবে অবৈতনিক। তবে তিনি উপদেষ্টা হিসেবে মন্ত্রীর পদমর্যাদা পাবেন। এতে আরো বলা হয়, গত মন্ত্রিসভায় সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার নিয়োগ পাওয়া উপদেষ্টাদের এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বিষয়ের দায়িত্ব দেওয়া হয়নি। বিধিবহির্ভূতভাবে উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোর অপরাধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নির্দেশে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের অফিসকক্ষ থেকে ওসমানী উদ্যানে অবৈধভাবে বর্জ্য পোড়ানোর ধোঁয়া দেখতে পান মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান এবং দেখতে পান সেখানে বিধিবহির্ভূতভাবে উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানো হচ্ছে। তিনি ঘটনাস্থল থেকে ডিএনসিসি কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে ডিএনসি

সির নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনা সরেজমিনে দেখে বর্জ্য পুড়িয়ে পরিবেশদূষণের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান পিএফ করপোরেশনকে এক লাখ টাকা জরিমানা করেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, ‘সরকার পরিবেশদূষণ রোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। বায়ুদূষণ কমাতে সারা দেশে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।’

এ সময় অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুনসহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 বাংলাটাইমস/আইটিএলএস