২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রামের বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) চারজন, ঢাকা উত্তর সিটি করপোরেশোনের ছয়জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ছয়জন রয়েছেন।
২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১৪ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট এক হাজার ৮৪০ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২০ এপ্রিল পর্যন্ত মোট এক হাজার ৯৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে এক হাজার ২২৬ জন পুরুষ এবং ৭৪৩ জন নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৪ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং ১৩ জন নারী রয়েছেন। গত বছর ডেঙ্গুতে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী। এলএবাংলাটাইমস/আইটিএলএস
২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১৪ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট এক হাজার ৮৪০ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২০ এপ্রিল পর্যন্ত মোট এক হাজার ৯৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে এক হাজার ২২৬ জন পুরুষ এবং ৭৪৩ জন নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৪ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং ১৩ জন নারী রয়েছেন। গত বছর ডেঙ্গুতে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী। এলএবাংলাটাইমস/আইটিএলএস