বাংলাদেশ

আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ

আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ পরিচালনা হবে। বিচারক সঙ্কটের কারণে দীর্ঘদিন ধরে আপিল বিভাগে একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছিল।
রোববার (২৮ এপ্রিল) সকালে আপিল বিভাগের এজলাস কক্ষে আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দুই বেঞ্চে বিচারকাজ পরিচালনার তথ্য জানান।
সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ দেন। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথবাক্য পাঠ করান। নিয়োগ পাওয়া তিন বিচারপতি হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। এলএবাংলাটাইমস/আইটিএলএস