বাংলাদেশ

অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে মারা গেলেন আব্দুস সালাম

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে আব্দুস সালাম (৫৫) নামে এক ভূষিমাল ব্যবসায়ীর মারা গেছেন।
রোববার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে ভূষিমাল কিনে বাইসাইকেল যোগে বাড়িতে ফেরার সময় রাস্তায় পড়ে গিয়ে হিটস্ট্রোক করে মারা যান তিনি।
আব্দুস সালাম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের পশ্চিমপাড়া এলাকার কিতাব আলীর ছেলে। আব্দুস সালামের ভাই আব্দুস সামাদ জানান, আব্দুস সালাম গ্রামের মধ্যে থেকে ভূষিমাল কিনে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরেছিলেন। পথে প্রচণ্ড গরমে তিনি বাইসাইকেল থেকে পড়ে যান। পরে অচেতন অবস্থায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সউদ কবীর বলেন, ‘‘হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন। তার পারিবারের লোকজন মারা যাওয়ার যে বর্ণনা দিয়েছেন
তাতে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে আব্দুস সালাম ‘হিটস্ট্রোকে’ মারা গেছেন। মেহেরপুর সদর থানার ওসি সেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যবসায়ী আব্দুস সালামের লাশ
পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি চলছে। এলএবাংলাটাইমস/আইটিএলএস