বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে নিহত হলেন দিদারুল ইসলাম

কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দিদারুল ইসলাম  নামে এক লবণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) ভোররাতে উপজেলার মগনামা ইউনিয়নের কোলাইল্লাদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দিলারুল ইসলাম ওই এলাকার জমির উদ্দিনের ছেলে।
নিহতের চাচা জাকের হোসাইন বলেন, ভোর চারটার দিকে আকাশে মেঘ জমলে ভাতিজা দিদারকে নিয়ে আমি লবণ তুলতে যাই। এ সময় বৃষ্টির সঙ্গে আচমকা বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান দিদারুল ইসলাম।’ স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, ‘দিদার আমার পার্শ্ববর্তী আবুল কালামের লবণমাঠে কাজ করেন। ভোররাতে আকাশে মেঘ দেখা গেলে অন্যান্য শ্রমিকের মতই লবণ তুলতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ এ ব্যাপারে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরী বলেন, ‘বজ্রপাতে দিদারুল ইসলামের মৃত্যুর খবর পেয়েছি। তার পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে।’ এলএবাংলাটাইমস/আইটিএলএস