বাংলাদেশ

বৃষ্টি কামনায় ব্যাঙের বিয়ে নিয়ে প্রচলিত আছে নানা গল্পকথা


রাজশাহীতে প্রচণ্ড তাপদাহে ওষ্ঠাগত মানুষ ও পশুকুল। বৃষ্টি কামনায় ব্যাঙের বিয়ে নিয়ে প্রচলিত আছে নানা গল্পকথা। রাজশাহী নগরীর ভুগোরইল আদিবাসী গ্রামে ধুমধাম করে দেওয়া হয় দুটি ব্যাঙের বিয়ে।       বিয়েতে যথারীতি নিয়ম অনুযায়ী বাদ্যের তালে বৃষ্টির গান গেয়ে নৃত্যের তালে বরযাত্রীর কনের বাড়ি গিয়ে কনেকে নিয়ে ফেরে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। ব্যাঙের বিয়ে সম্পন্ন হবার পরে আবারও নাচেগানে মেতে ওঠে আদিবাসী নারী শিশুরা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলবে নাচ আর গান। ছবিগুলো বৃহস্পতিবার (২ মে) রাজশাহী পবা এলাকার ভুগরোইল গ্রাম থেকে তোলা এলএবাংলাটাইমস/আইটিএলএস