বাংলাদেশ

এজলাস কক্ষে এসি স্থাপন সময়ের দাবি

ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বলেছেন, চলমান প্রচণ্ড তাপদাহে নিম্ন আদালতের এজলাস কক্ষে পর্যায়ক্রমে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) স্থাপন সময়ের দাবি। মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকার জেলা জজ আদালতের কনফারেন্স রুমে কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা’র নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিমত ব্যক্ত করেন। 
সিনিয়র জেলা জজ মো. হেলাল উদ্দিন ঢাকার জেলা জজ হিসেবে সদ্য যোগদান করায় কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। প্রধান বিচারপতি পুরস্কার প্রাপ্ত জেলা জজ হেলাল উদ্দিন বলেন, বিলাসিতা নয় কোর্ট এজলাসে এসির ব্যবস্থা হলে বিচারপ্রার্থী ও আইনজীবীরা অনেক উপকৃত হবে।   কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা’র সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহবান জানিয়ে তিনি আরও বলেন, বর্তমানে আদালত প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রম চলমান আছে তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আদালতের রাস্তা ঘাট কার্পেটিং করে আরও সুন্দর কিভাবে করা যায় তা নিয়ে গণপূর্তের সাথে আলোচনা করবেন বলে জানান তিনি। সর্বপরি আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা যেন বজায় থাকে তার জন্য সাংবাদিকদের সচেষ্ট থাকার অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা’র সভাপতি অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিক ও আইনজীবীরাও ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারেন। তিনি মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করার ক্ষেত্রে সচেষ্ট থাকার জন্য প্রত্যেক স্তরের আইনজীবীদের প্রতি উদাত্ত আহবান জানান। 
আরও বলেন, বর্তমান তরুণরাই ভবিষ্যৎ বাংলাদেশের নির্মাতা। এক্ষেত্রে নতুন প্রজন্মের জন্য সুযোগ তৈরি করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রবীণদের এগিয়ে আসতে হবে। কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা’র সভাপতি অ্যাডভোকেট মো. রুবেল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গাফফার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ মো. আলমগীর হোসাইন, মিটফুল ইসলাম, কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন এর কার্যকরী কমিটি সদস্যসহ উপদেষ্টা মন্ডলীর সদস্যরা। এলএবাংলাটাইমস/আইটিএলএস