বাংলাদেশ

দীর্ঘ সময় পর ঢাকা-জয়দেবপুরে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় ৩৩ ঘণ্টা পর ঢাকা-জয়দেবপুর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার (৪ মে) সন্ধ্যা ৭টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 
জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনের উপসহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিকাল ৫টা ২০ মিনিটে উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর দুর্ঘটনাকবলিত লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে দুই লাইন দিয়েই ট্রেন চলাচল করতে পারছে।’  ঢাকা-টাঙ্গাইল রেলরুটের জয়দেবপুর জংশন এলাকায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রেল যোগাযোগ বিঘ্নিত হয়।   এলএবাংলাটাইমস/আইটিএলএস