দেশের সংগীত জগতে গীতিকার জাহিদ আকবর, সোমেশ্বর অলি এবং গায়ক লুৎফর হাসানের নাম বেশ সুপরিচিত। তিনজনই নিজ নিজ ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। বারো বছর আগে তাদের বন্ধুত্বের গল্প বলার ছলেই সৃষ্টি হয়েছিল 'ঘুড়ি তুমি কার আকাশে উড়ো' শিরোনামের গানটি।
তুমুল জনপ্রিয় এই গানটির একযুগপূর্তিতে সঙ্গীতের তিন তারকা সমন্বয়ে আবার আসছে একটি নতুন গান। সোমেশ্বর অলির লেখায় ‘মিছিল আমাকে এখনও টানে’ শিরোনামে এই গানটি গাইবেন লুৎফর হাসান। পাশাপাশি বিশেষ চমক হিসেবে গানটিতে থাকছে জাহিদ আকবরের কণ্ঠে কবিতা।
লুৎফর হাসান জানান, এবারের গানটি শিরোনাম ‘মিছিল আমাকে এখনও টানে’। নতুন গানের সংগীত আয়োজন করেছেন নাহিদ হাসান। এর গানচিত্রের শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। খুব শিগগিরই জি-সিরিজ থেকে প্রকাশ পাবে ‘মিছিল আমাকে এখনও টানে’ র মিউজিক ভিডিও। জানা যায়, ব্যক্তিজীবনে তারা তিনজন বেশ ভালো বন্ধু। তাদের গান কবিতা চর্চা করতে করতে তাদের বন্ধুত্বের পথচলা আজ দুই দশক। তিন বন্ধুর একত্রে যুক্ত হবার ব্যাপারে সোমেশ্বর অলি বলেন, এটি হয়তো সময়েরই দাবি ছিল। অদৃশ্য চিত্রনাট্য মেনেই আমরা নিজেদের চরিত্রে অভিনয় করছি। এলএবাংলাটাইমস/আইটিএলএস
তুমুল জনপ্রিয় এই গানটির একযুগপূর্তিতে সঙ্গীতের তিন তারকা সমন্বয়ে আবার আসছে একটি নতুন গান। সোমেশ্বর অলির লেখায় ‘মিছিল আমাকে এখনও টানে’ শিরোনামে এই গানটি গাইবেন লুৎফর হাসান। পাশাপাশি বিশেষ চমক হিসেবে গানটিতে থাকছে জাহিদ আকবরের কণ্ঠে কবিতা।
লুৎফর হাসান জানান, এবারের গানটি শিরোনাম ‘মিছিল আমাকে এখনও টানে’। নতুন গানের সংগীত আয়োজন করেছেন নাহিদ হাসান। এর গানচিত্রের শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। খুব শিগগিরই জি-সিরিজ থেকে প্রকাশ পাবে ‘মিছিল আমাকে এখনও টানে’ র মিউজিক ভিডিও। জানা যায়, ব্যক্তিজীবনে তারা তিনজন বেশ ভালো বন্ধু। তাদের গান কবিতা চর্চা করতে করতে তাদের বন্ধুত্বের পথচলা আজ দুই দশক। তিন বন্ধুর একত্রে যুক্ত হবার ব্যাপারে সোমেশ্বর অলি বলেন, এটি হয়তো সময়েরই দাবি ছিল। অদৃশ্য চিত্রনাট্য মেনেই আমরা নিজেদের চরিত্রে অভিনয় করছি। এলএবাংলাটাইমস/আইটিএলএস