রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষ করে রাজধানীতে বেশ খানিকটা সময় ধরে ভূমিকম্প অনুভূত হয়। এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।
ঢাকায় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৬০ কিলোমিটার দূরে মিয়ানমারের মাওলাইকে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৩৪ কিলোমিটার। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭।
তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার কর্মকর্তা মোহাম্মদ হানিফ বলেন, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২।
তিনি বলেন, ‘এটা ছিল শক্তিশালী ভূমিকম্প। নিকট অতীতে আমাদের আশপাশে শুধু নেপালে এর চেয়ে বড় ভূমিকম্প হয়েছিল।’
ভূমিকম্পে দুলতে থাকায় অনেক ভবন থেকে মানুষ আতঙ্কে নেমে আসেন। এ সময় সাভারে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন বলে জানা গেছে।
ভূমিকম্পের পর ইন্টারনেট ও মোবাইল যোগাযোগে বিঘ্ন ঘটে।
একই সময় নেপাল, আফগানিস্তান ও পাকিস্তানে এবং কলকাতা ও গৌহাটিসহ ভারতের উত্তর পূর্বাঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাম্প্রতিক সময়ে ঘনঘন ভূমিকম্প আঘাত হানছে।
ভারত ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে এ অঞ্চলে সাধারণত ভূমিকম্পের সৃষ্টি হয়।
ঢাকায় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৬০ কিলোমিটার দূরে মিয়ানমারের মাওলাইকে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৩৪ কিলোমিটার। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭।
তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার কর্মকর্তা মোহাম্মদ হানিফ বলেন, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২।
তিনি বলেন, ‘এটা ছিল শক্তিশালী ভূমিকম্প। নিকট অতীতে আমাদের আশপাশে শুধু নেপালে এর চেয়ে বড় ভূমিকম্প হয়েছিল।’
ভূমিকম্পে দুলতে থাকায় অনেক ভবন থেকে মানুষ আতঙ্কে নেমে আসেন। এ সময় সাভারে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন বলে জানা গেছে।
ভূমিকম্পের পর ইন্টারনেট ও মোবাইল যোগাযোগে বিঘ্ন ঘটে।
একই সময় নেপাল, আফগানিস্তান ও পাকিস্তানে এবং কলকাতা ও গৌহাটিসহ ভারতের উত্তর পূর্বাঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাম্প্রতিক সময়ে ঘনঘন ভূমিকম্প আঘাত হানছে।
ভারত ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে এ অঞ্চলে সাধারণত ভূমিকম্পের সৃষ্টি হয়।