রাজধানীর গুলশানে একটি স্প্যানিস রেস্তোরাঁয় এবং কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের পাশে জঙ্গি হামলার ঘটনায় একটি বোমা বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ভারত। ভারত ন্যাশনাল সিকিউরিটি গ্রুপের (এসএসজি) চার সদস্যের দলটি এই ঘটনা দুটি তদন্তে বাংলাদেশকে সহায়তা করবে।
বৃহস্পতিবার ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। তবে দলটি কবে আসবে সেটা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
গত শুক্রবার গুলশানে জঙ্গি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। সন্ত্রাস দমনে যেকোনো সহযোগিতা করতে ভারত প্রস্তুত বলে জানান মোদি। এরপর সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানান, জঙ্গি দমনে প্রয়োজনে বাইরের দেশের সহযোগিতা নেয়া হবে।
গুলশান হামলার পর ‘বিতর্কিত’ ইসলামি পণ্ডিত জাকির নায়েক সম্পর্কে ভারতের কাছে জানতে চেয়েছে বাংলাদেশ। অভিযোগ আছে, ঢাকার গুলশান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় অংশ নেয়া দুই জঙ্গি জাকির নায়েকের দ্বারা অনুপ্রাণিত।
বাংলাদেশের ওই আহ্বানে ভারত সাড়া দেবে বলে জানা গেছে। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী ভেনকাইয়া নাইডু জানিয়েছেন, বাংলাদেশের ওই আহ্বানের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরীক্ষা করে দেখছে।
গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি নামে একটি স্প্যানিস রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। এতে দুই পুলিশ কর্মকর্তা, ১৮ বিদেশিসহ ২৮ জন মারা যান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের জামাতের আগে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের পাশে সন্ত্রাসীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুই পুলিশসহ চারজন মারা গেছেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
বৃহস্পতিবার ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। তবে দলটি কবে আসবে সেটা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
গত শুক্রবার গুলশানে জঙ্গি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। সন্ত্রাস দমনে যেকোনো সহযোগিতা করতে ভারত প্রস্তুত বলে জানান মোদি। এরপর সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানান, জঙ্গি দমনে প্রয়োজনে বাইরের দেশের সহযোগিতা নেয়া হবে।
গুলশান হামলার পর ‘বিতর্কিত’ ইসলামি পণ্ডিত জাকির নায়েক সম্পর্কে ভারতের কাছে জানতে চেয়েছে বাংলাদেশ। অভিযোগ আছে, ঢাকার গুলশান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় অংশ নেয়া দুই জঙ্গি জাকির নায়েকের দ্বারা অনুপ্রাণিত।
বাংলাদেশের ওই আহ্বানে ভারত সাড়া দেবে বলে জানা গেছে। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী ভেনকাইয়া নাইডু জানিয়েছেন, বাংলাদেশের ওই আহ্বানের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরীক্ষা করে দেখছে।
গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি নামে একটি স্প্যানিস রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। এতে দুই পুলিশ কর্মকর্তা, ১৮ বিদেশিসহ ২৮ জন মারা যান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের জামাতের আগে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের পাশে সন্ত্রাসীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুই পুলিশসহ চারজন মারা গেছেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি