বাংলাদেশ

বিএনপি-জামায়াতের ৩ নেতার ছেলেকে ছেড়ে দেয়ার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে শাস্তি পাওয়া বিএনপি-জামায়াতের ৩ নেতার সন্তানদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি দাবি করে, তাদের আটক করা হলেও সরকারি বাহিনী তা অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি আটকদের অবিলম্বে মুক্তি দেওয়ারও আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, হুম্মাম কাদের চৌধুরী, মির আহমাদ বিন কাশেম ও আমান আযমীকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়। হুম্মাম কাদের চৌধুরী সরাসরি রাজনীতিতে জড়িত থাকলেও বিন কাশেম পেশায় একজন আইনজীবী। আর আমান আযমী সেনাবাহিনীতে শীর্ষস্থানীয় পদে দায়িত্ব পালনের পর অবসর নেন।

২০১৬ সালের অগাস্ট থেকে এই তিনজন নিখোঁজ রয়েছেন। আইন মোতাবেক তাদের আদালতে হাজির করার কথা থাকলেও তা করা হয়নি। দেওয়া হয়নি পরিবার ও আইনজীবীদের সাথে যোগাযোগের সুযোগও। এমনকি তাদের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানাও ছিল না।

সংস্থাটির এশিয়া অঞ্চলের প্রধান ব্রাড অ্যাডামস জানান, “বাংলাদেশে বাহিনী বিরোধী রাজনীতিবিদদের অনৈতিকভাবে গ্রেফতার ও গুম করার ইতিহাস দীর্ঘদিনের। এছাড়া আটকের পর তা নাকচ করার নজিরও রয়েছে। অনেক সময় নির্যাতনের কারণে আটক ব্যক্তির মৃত্যুর ঘটনাও ঘটেছে।

তিনি গুম ও বেআইনি গ্রেফতার বন্ধের আহ্বান জানিয়ে বলেন, সরকারের উচিত আটকদের বিরুদ্ধে আদালতে দ্রুত অভিযোগ আনা। অথবা তাদের মুক্তি দেওয়া।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি