বাংলাদেশ

‘চরবাসীর দুঃখ বিমোচনে সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে’

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, দক্ষিণাঞ্চলের চরবাসীর দুঃখ বিমোচনে সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনেক আন্তরিক।

বুধবার সন্ধ্যায় সিরডাপ মিলনায়তনে ‘চর টেকসই উন্নয়নে প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজনীতা ও নীতিনির্ধারকদের ভূমিকা’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার দক্ষিণাঞ্চলের জন্য আলাদাভাবে পরিকল্পনা করছে। কারণ, তারা ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার সঙ্গে লড়াই করেন। তাই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছি আমরা। চর এলাকার মানুষদের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগে থেকে কাজ করছেন। গত সংসদ নির্বাচনের পরে তিনি আমাকে বলেছিলেন, চরের মানুষের জন্য কিছু করতে। যাতে দেশের মনুষ বুঝতে পারে, সরকার সব শ্রেণির মানুষের উন্নয়নে কাজ করছে।’

আলোচনা সভায় ন্যাশনাল চর অ্যালায়েন্সের সভাপতি ড. ইব্রাহিম খালেদ বলেন, ‘বাজেট যে টাকা খরচ হচ্ছে, তার একটু যদি চরবাসীর জন্য দেওয়া হতো তাহলে সেখানে কোনো দুঃখ থাকত না।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি