বাংলাদেশ

বাংলাদেশে মাথাপিছু আয় কমলো ১ ডলার

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১ ডলার কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৫ ডলারে। ২০১৫-১৬ অর্থবছর শেষে চূড়ান্ত হিসাব থেকে এ তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রাক্কলিত হিসাবে যা ছিল ১ হাজার ৪৬৬ ডলার। মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে মুস্তফা কামাল বলেন, প্রাক্কলিত হিসাবের হার ছিল ১ হাজার ৪৬৬ ডলার। তখন প্রতি ডলারের মূল্য ধরা হয়েছিল ৭৮.১৫ টাকা। এখন দাম বেড়ে যাওয়ায় এর দাম ধরা হয়েছে ৭৮.২৭ টাকা। ডলারের দামের হেরফেরের কারণে মাথাপিছু আয় ১ ডলার কমেছে।

উল্লেখ্য, দেশের মোট আয়কে (জিএনআই) মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু আয় বের করা হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি