বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুর-অগ্নিসংযোগ

ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন পোকাতি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর ও দুর্গামন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় নারগুন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পয়গাম আলীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরে পয়গাম আলীকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন পোকাতি দুর্গামন্দিরে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাতে হিন্দু সস্প্রদায়ের কীর্তন অনুষ্ঠিত হয়। শুক্রবার ভোরবেলা এলাকার লোকজন দেখতে পান দুর্গামন্দিরের ভেতর থাকা প্রতিমায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় মন্দিরের ভেতর একটি ধর্মীয় বই পুড়িয়ে দিয়েছে তারা। ওই এলাকার পাশের একটি কালীমন্দিরে কালী মূর্তিও ভাঙচুর করেছে দুবৃর্ত্তরা। পরে স্থানীয় লোকজন ঠাকুরগাঁও থানায় খবর দিলে পুলিশ সুপার ফারহাত আহম্মেদ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার পর এলাকার হিন্দু সস্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেছেন, ‘এটি বিচ্ছিন্ন ঘটনা, কোনো সাম্প্রদায়িক বিষয় নয়। এ ঘটনায় নারগুন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পয়গাম আলীকে আটক করা হয়েছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি