হিন্দু সম্প্রদায়কে মালাউন বলার অভিযোগে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে কুমিল্লার একটি আদালতে মানহানি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার অ্যাড. সুবীর নন্দী বাবু বাদী হয়ে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ’র আদালতে মামলাটি দায়ের করেন।
আদালত সূত্রে জানা যায়, আদালত মামলাটি আমলে নিয়ে ২০১৭ সালের ২৩ জানুয়ারির মধ্যে কোতয়ালী মডেল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. স্বর্ণ কমল নন্দী।
এদিকে, বিকেলে আইনজীবী সমিতির চতুর্থ তলায় সংবাদ সম্মেলন করে হিন্দু আইনজীবীদের সংগঠন জেলা আইনজীবী ঐক্য পরিষদ।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি গোপাল ভৌমিক হিন্দু সম্প্রদায়কে নিয়ে কটূক্তি করায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মন্ত্রী সভা থেকে অপসারণ দাবি করেন। তার ইন্দনে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করা হয়।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি সুভাস চন্দ্র বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. সুবীর নন্দী বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. স্বর্ণ কমল নন্দী ও সদস্য নিরঞ্জন চন্দ্র সরকার প্রমুখ।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
মঙ্গলবার অ্যাড. সুবীর নন্দী বাবু বাদী হয়ে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ’র আদালতে মামলাটি দায়ের করেন।
আদালত সূত্রে জানা যায়, আদালত মামলাটি আমলে নিয়ে ২০১৭ সালের ২৩ জানুয়ারির মধ্যে কোতয়ালী মডেল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. স্বর্ণ কমল নন্দী।
এদিকে, বিকেলে আইনজীবী সমিতির চতুর্থ তলায় সংবাদ সম্মেলন করে হিন্দু আইনজীবীদের সংগঠন জেলা আইনজীবী ঐক্য পরিষদ।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি গোপাল ভৌমিক হিন্দু সম্প্রদায়কে নিয়ে কটূক্তি করায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মন্ত্রী সভা থেকে অপসারণ দাবি করেন। তার ইন্দনে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করা হয়।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি সুভাস চন্দ্র বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. সুবীর নন্দী বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. স্বর্ণ কমল নন্দী ও সদস্য নিরঞ্জন চন্দ্র সরকার প্রমুখ।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি