দেশীয় সংস্কৃতি রক্ষায় দেশে বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ নামক একটি সংগঠন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিটি পাড়া মহল্লায়, ঘরে ঘরে টিভি দর্শকরা আমাদের দেশীয় চ্যানেল না দেখে ভারতীয় চ্যানেলের দিকে নজর দিচ্ছে। এসব চ্যানেলে যেসব নাটক-ছবি দেখানো হচ্ছে তাতে দেশে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে। ঘরে ঘরে দ্বন্দ্ব-কলহের সঙ্গে জড়িয়ে পড়ছে।
তারা আরো বলেন, আমাদের দেশে এত ভালো ভালো চ্যানেল থাকার পরেও বিদেশি চ্যানেলগুলোতে মানুষের এত বেশি আগ্রহ থাকাটা লজ্জার এবং একইসঙ্গে ভয়ের। কারণ এর জন্য ধীরে ধীরে আমাদের দেশীয় সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে।
আয়োজক সংগঠনের মহাসচিব বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে সংগঠনের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিটি পাড়া মহল্লায়, ঘরে ঘরে টিভি দর্শকরা আমাদের দেশীয় চ্যানেল না দেখে ভারতীয় চ্যানেলের দিকে নজর দিচ্ছে। এসব চ্যানেলে যেসব নাটক-ছবি দেখানো হচ্ছে তাতে দেশে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে। ঘরে ঘরে দ্বন্দ্ব-কলহের সঙ্গে জড়িয়ে পড়ছে।
তারা আরো বলেন, আমাদের দেশে এত ভালো ভালো চ্যানেল থাকার পরেও বিদেশি চ্যানেলগুলোতে মানুষের এত বেশি আগ্রহ থাকাটা লজ্জার এবং একইসঙ্গে ভয়ের। কারণ এর জন্য ধীরে ধীরে আমাদের দেশীয় সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে।
আয়োজক সংগঠনের মহাসচিব বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে সংগঠনের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি