স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে সরকার। মানবিক দিক বিচার করে এটা করা হচ্ছে। সুবিধাজনক সময়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।’
সোমবার রাজধানীর মিরপুরে যুব মহিলা লীগ আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘মিয়ানমার সরকারের কাছে রোহিঙ্গা নির্যাতন বন্ধের জোর দাবি জানানো হয়েছে। সীমান্ত দিয়ে যেসব রোহিঙ্গা আসছে তাদের অনেকেই অসুস্থ। মূলত এ কারণেই তাদের আশ্রয় দেওয়া হচ্ছে।’
ইসলামে জঙ্গিবাদের স্থান নেই, এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ইসলামের নামে মানুষ হত্যা করছে, তারা ইসলামের শত্রু।’
জঙ্গি, সন্ত্রাসী এবং মাদক বিক্রেতাদের ব্যাপারে পুলিশকে তথ্য দিতে সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ময়মনসিংহে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষক নিহতের ঘটনা দুঃখজনক। তুচ্ছ ঘটনার জেরে এটা ঘটেছে, যা কাম্য হতে পারে না। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
সোমবার রাজধানীর মিরপুরে যুব মহিলা লীগ আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘মিয়ানমার সরকারের কাছে রোহিঙ্গা নির্যাতন বন্ধের জোর দাবি জানানো হয়েছে। সীমান্ত দিয়ে যেসব রোহিঙ্গা আসছে তাদের অনেকেই অসুস্থ। মূলত এ কারণেই তাদের আশ্রয় দেওয়া হচ্ছে।’
ইসলামে জঙ্গিবাদের স্থান নেই, এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ইসলামের নামে মানুষ হত্যা করছে, তারা ইসলামের শত্রু।’
জঙ্গি, সন্ত্রাসী এবং মাদক বিক্রেতাদের ব্যাপারে পুলিশকে তথ্য দিতে সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ময়মনসিংহে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষক নিহতের ঘটনা দুঃখজনক। তুচ্ছ ঘটনার জেরে এটা ঘটেছে, যা কাম্য হতে পারে না। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’
এলএবাংলাটাইমস/এন/এলআরটি